মহানগর ডেস্ক: নতুন বছর পড়তে না পড়তেই কলকাতা শহর জুড়ে অঘটন। সোমবার সকাল ১১টা নাগাদ গড়িয়ার পাটুলিতে ঢালাই ব্রিজের কাছে একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ধোঁয়া বেরোতে শুরু করলে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ঠ বেগ পেতে হয় দমকলকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আরও একটি ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে। এই নিয়ে মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ঠ বেগ পেতে হয় দমকলকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আরও একটি ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে। এই নিয়ে মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
শেষ পর্যন্ত দমকলের চারটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে।তবে কোনও হতাহতের খবর নেই।এদিকে সম্প্রতি হাওড়া ঘুসুড়িতেও প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। জানা গিয়েছিল, প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দাউদাউ করে গুদামে আগুন ধরে যায়। এরপর দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাদেড়েক লড়াই চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও মাঝে মধ্যেই বহুতলে আগুন লাগার ঘটনা পাওয়া যায়। সেক্ষেত্রে শর্টসার্কিট এবং গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লেগে যায়।
গত বছরের অগাস্ট মাসে পশ্চিমবঙ্গের বউবাজার এলাকার বহুতলে আগুন লেগেছিল। কারণ সেই বহুতলের বেসমেন্টে রাসায়নিকের গুদাম ছিল। সেখানেই আগুন লাগতে উপরের তলার ফ্ল্যাটের আবাসিকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। সঙ্কীর্ণ রাস্তায় আগুন নেভাতে সমস্যায় পড়েছিল দমকল।