HomeBengalবিশ্বকাপ ফাইনালে ভারতের হার সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক

বিশ্বকাপ ফাইনালে ভারতের হার সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক

- Advertisement -

মহানগর ডেস্ক: গতকাল রবিবার ছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। সেখানে ভারতীয় দলের হারের পর কোটি কোটি ভারতবাসীর মন ভেঙেছে। ম্যাচ হারার দুঃখে অনেকে কান্না পর্যন্ত চেপে রাখতে পারেনি। কিন্তু বাঁকুড়ার ২৩ বছরের এক যুবক এই হারের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী হন।

নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বছর ২৩ এর যুবক রাহুল লোহার। পরিবারের দাবি বিশ্বকাপে ভারতের হারের পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন রাহুল সেই দুঃখ চেপে রাখতে না পেরে আত্মঘাতী হন তিনি। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা রাহুল ছোট থেকেই ক্রিকেটের অন্ধভক্ত। গতকাল বিশ্বকাপের ফাইনাল নিয়ে সমগ্র দেশের মতন রাহুলেরও অনেক আশা ছিল বিরাট – রোহিতের হাতেই বিশ্বকাপ উঠবে। পরিবার সূত্র থেকে জানা গিয়েছে, ভারতের কোন খেলা থেকেই রাহুল বিরত থাকত না। স্থানীয় এক শাড়ীর দোকানে কাজ করতেন তিনি। গতকাল বিশ্বকাপ ফাইনাল দেখবেন বলে এমনকি দোকানেও যায়নি রাহুল।

বেলিয়াতোড়ের সিনেমা হলের প্রোজেক্টারে খেলা দেখতে গিয়েছিলেন সেখান থেকে দুঃখ নিয়েই বাড়ি ফিরেছিলেন রাতে। আর এরপরেই বাড়ির চাল থেকে দড়িতে ঝুলে আত্মহত্যা করেন তিনি। রাত ১১ টা নাগাদ রাহুলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান সবাই। সেখান থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে রাহুলকে। এরপরে পুলিশের তরফ থেকে দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ইতিমধ্যেই বিস্তারিত পর্যবেক্ষণের জন্য ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

Most Popular