Home Bengal ব্রিগেড থেকে নাম ঘোষণা অভিষেকের, লোকসভায় তৃণমূলের প্রার্থী কারা?

ব্রিগেড থেকে নাম ঘোষণা অভিষেকের, লোকসভায় তৃণমূলের প্রার্থী কারা?

প্রার্থী তালিকায় চমক রচনা বন্দ্যোপাধ্যায়।

by Pallabi Sanyal
37 views

মহানগর ডেস্ক : পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ব্রিগেডের সভা থেকে ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় চমক রচনা বন্দ্যোপাধ্যায় ।  এছড়াও নাম রয়েছে সায়নী, দেবাংশুর। কে, কোন আসন প্রার্থী দেখে নিন এক নজরে।

কুচবিহার : জগদীশ চন্দ্র

আলিপুর দুয়ার :প্রকাশ বড়াইক

জলপাইগুড়ি : নির্মল চন্দ্র রায়

দার্জিলিং : গোপাল লামা

রায়গঞ্জ : কৃষ্ণ কল্যানী

বালুরঘাট : বিপ্লব মিত্র

মালদাহ উত্তর : প্রসূন ব্যানার্জী

মালদাহ দক্ষিন : শাহনাহাজ আলি রেহান

জঙ্গীপুর : খলিলুর রহমান

বহরামপুর : ইউসুফ পাঠান

মুর্শিদাবাদ : আবু তাহের খান

কৃষ্ণনগর : মহুয়া মৈত্র

রানাঘাট : মুকুট মনি অধিকারী

বনগাঁ : বিশ্বজিৎ দাস

ব্যারাকপুর : পার্থ ভৌমিক

দমদম : সৌগত রায়

বারাসাত : কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট : হাজি নুরুর ইসলাম

জয়নগর : প্রতিমা মন্ডল

মথুরাপুর : বাপি হালদার

ডায়মন্ড হারবার : অভিষেক বন্দোপাধ্যায়

যাদবপুর : সায়নি ঘোষ

কোলকাতা দঃ : মালা রায়

কোলকাতা উত্তর : সুদীপ বন্দোপাধ্যায়

হাওড়া : প্রসুন বন্দোপাধ্যায়

উলুবেড়িয়া : সাজদা আহমেদ

শ্রীরামপুর : কল্যান ব্যানার্জী

হুগলী : রচনা বন্দোপাধ্যায়

আরামবাগ : মিতালী বাগ

তমলুক : দেবাংশু ভট্টাচার্য

কাঁথি : উত্তম বারিক

ঘাটাল : দেব

ঝাড়গ্রাম : কালীপদ সোরেন

মেদিনীপুর : জুন মালিয়া
পুরুলিয়া : শান্তিরাম মাহাতো

বাঁকুড়া : অরূপ চক্রবর্তী

বর্ধমান পূর্ব : শর্মিলা সরকার

বর্ধমান দুর্গাপুর : কীর্তি আজাদ

আসানশোল : শত্রঘ্ন শিনহা

বোলপুর : অসিত মাল

বিষ্ণুপুর : সুজাতা মন্ডল খাঁ

বীরভূম : শতাব্দী রায়

You may also like