Home Bengal ‘মানুষ বাঁচলে রাজনীতি হবে’, বিরোধীদের কড়া বার্তা অভিষেকের

‘মানুষ বাঁচলে রাজনীতি হবে’, বিরোধীদের কড়া বার্তা অভিষেকের

বিরোধীদের পাল্টা কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

by Pallabi Sanyal
42 views

মহানগর ডেস্ক : গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় প্রশাসন, পুরসভাকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। ২ তলা নির্মাণের অনুমোদন থাকা সত্ত্বেও কভাবে বাকি চারটি তলা উঠলো? কীভাবে মিললো অনুমতি? উঠছে প্রশ্ন। আর এবার বিরোধীদের পাল্টা কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের বক্তব্য, ‘যে ঘটনা ওখানে ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী দল যারা অভিযোগ তোলা শুরু করেছে আমি তাঁদের অনুরোধ করবো রাজনীতিটা দুদিন পরে করলেও হবে।’ নাম না করে তৃণমূল নেতা নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অভিষেক কটাক্ষের সুরে বলেন, ‘দিল্লি থেকে বসে বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধারকার্যে প্রশাসনের পাশে দাঁড়ানো উচিত।’

দল মত নির্বিশেষে সচেয়ে আগে জরুরী উদ্ধারকার্য সম্পন্ন করা। অভিষেকের অনুরোধ, ‘এখন উদ্ধার কাজে দলমত নির্বিশেষ, যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি, মানুষের প্রানের থেকে গুরুত্বপূর্ণ এই সমাজে আর কিছু নয়। আমি তাই অনুরোধ করব রাজনীতি ৪৮ ঘণ্টা পরেও হবে।’ প্রশাসনের সকল স্তরের মানুষকে একযোগে এখন উদ্ধার কার্যে নজর দেওয়া উচিত বলেই জানান তিনি। আজকের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি পুরসভা প্রশাসন এবং কোর্ট এই তিনটে প্রতিষ্ঠানের সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত তাঁর।’

You may also like