Home Bengal অনুব্রতর জেলায় এসে কেষ্টর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন অভিষেক!

অনুব্রতর জেলায় এসে কেষ্টর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন অভিষেক!

by Mahanagar Desk
25 views

মহানগর ডেস্ক : অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে এসে অনুব্রতর পাশে দাঁড়ানোর বার্তা দিলেব তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপিকেও তীব্র কটাক্ষ করেন অভিষেক। বিজেপিকে তোপ দেগে অভিষেকের অভিযোগ, উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গরু পাচার হয়ে বাংলায় আসছে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা কেন্দ্রীয় সরকার, কেউই কোনও পদক্ষেপ করেনি। পাশাপাশি অভিষেক প্রশ্ন তুলেছেন যে দুই রাজ্য থেকে গরু পাচার হচ্ছে, কেন সেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমন পাঠাচ্ছে না কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

অভিষেক বুধবার বীরভূমের তারাপীঠে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অনুব্রতই যদি আজ বিজেপিতে চলে যেতেন, ধোয়া তুলসীপাতা হয়ে যেতেন। বিজেপিতে যাননি, তাই জেল খাটছেন।’’ গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত ওরফে কেষ্ট গ্রেফতার হন ২০২২ সালের অগস্টে। নভেম্বর মাসে অনুব্রতকে নিজেদের হেফাজতে নেয় ইডি। পরে তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে ইডি। অনুব্রত এবং সুকন্যা দু’জনেই এখন তিহাড় জেলে বন্দি। এই মামলার প্রসঙ্গ টেনে এবং অনুব্রতের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক এদিন বলেন, ‘‘যে ভাবে অজিত পওয়ার, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা, নারায়ণ রানে বিজেপিতে গিয়েছেন, অনুব্রতও বিজেপিতে গেলে ধোয়া তুলসীপাতা হয়ে যেতেন। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে গরু পাচার মামলায়। কিন্তু ১০ দিন আগেই উত্তরপ্রদেশ, বিহার থেকে গরু নিয়ে আসা হচ্ছিল বেআইনি ভাবে, পূর্ব বর্ধমানের মেমারিতে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে।’’ তার পর গরু পাচার মামলা নিয়ে প্রশ্ন তুলে অভিষেকের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের কোনও প্রতিনিধি বিহারে বা উত্তরপ্রদেশে নেই। কিন্তু সেই রাজ্যগুলিতেও গরু পাচার হয়ে বাংলায় ঢুকছে। অভিষেক বলেন, ‘‘১৪ মাস-১৮ মাস অনুব্রত জেলে। তার পরেও উত্তরপ্রদেশ বিহার থেকে গরু পাচার হয়ে আসছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ক’বার ইডি-র তরফে সমন পাঠানো হয়েছে?’’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved