মহানগর ডেস্কঃ প্রাণপ্রিয়ার অপেক্ষায় থাকা অগনিত ভক্তের হৃদয়ে দোলাচল! শঙ্খ ধ্বনি, উলু, কৃষ্ণ বোলে মুখরিত মঞ্চ। মিষ্টি হাসি, লক্ষি ঠাকুরের মতো চেহারা নিয়ে অগণিত দর্শকের সামনে হাজির কীর্তনিয়া। সুরের মূর্ছনায় মোহিত রামজীবনপুর বাসী। ‘গুরু ব্রম্ভা গুরু বিষ্ণু গুরু দেবও মহেশ্বর’: মঞ্চে প্রবেশ গায়িকার।
শীত এসে ছুঁয়ে যাচ্ছে বঙ্গের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। গ্রাম বাংলার মাঠ ভরে উঠেছে পাকা ধানে।বর্ষযাপন’এর মেজাজে আট থেকে আশি। গ্রাম থেকে শহর সর্বত্র এখন মঞ্চ মাতাচ্ছেন নামিদামি শিল্পীরা। পশ্চিম মেদিনীপুর জেলাতেও আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কীর্তন গায়িকা অদিতি মুন্সী। চন্দ্রকোনার রামজীবন পুর উৎসবে আসার বিজ্ঞপ্তি নিজেই দিয়েছিলেন গায়িকা। হাজার দর্শকের ক্লান্তি দুর করতে রামজীবন পুর কংসাবতী সংলগ্ন মাঠে কৃষ্ণ ভজনে শামিল অদিতি মুন্সী এবং তার সঙ্গীরা। https://m.facebook.com/story.php?
উল্লেখ্য, গত নভেম্বরে গায়িকা অসুস্থত হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শে ভয়েস রেস্টে ছিলেন। সেজন্য বাতিল হয়েছিল একাধিক স্টেজ শো। তবে পদাবলি কীর্তনের গায়িকা কথা দিয়েছিলেন সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবেন দর্শকের মাঝে। কথা মতোই কাজ করলেন গায়িকা। এভাবেই অটুট রাখলেন সুরের বন্ধন।
https://fb.watch/pqyEBRIvEO/