Home Bengal আরেক শাহজাহানের হদিশ মিললো,ফাঁস গুণধরের কীর্তি

আরেক শাহজাহানের হদিশ মিললো,ফাঁস গুণধরের কীর্তি

ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।

by Pallabi Sanyal
47 views

মহানগর ডেস্ক : সন্দেশখালির শেখ শাহাজাহানের কীর্তি এখন অজানা নয় কারো কাছে। এবার বঙ্গে হদিশ মিললো আরে শাহজাহানের। স্ত্রীর হাত কেটে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। এর আগে এই একই ঘটনা ঘটেছিল পূর্ব বর্ধমানের কেতুগ্রামে।অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্ত্রী জরিনা বিবির বাঁ হাত কবজির ওপর থেকে কেটে ফেলেন স্বামী শাহজাহান মোল্লা। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।

বাসন্তীর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার সঙ্গে বিয়ে হয়েছিল জরিনা বিবির। বিয়ের পর থেকে অশান্তি ছিল নিত্য দিনের ঘটনা।প্তাহখানের আকে ধর্মীয় মতে তাদের তালাক হয়। এর পর শনিবার রাতে জরিনা বিবির বাড়িতে এসে তার ওপর হামলা চালায় শাহজাহান। তখনই ধারাল অস্ত্র বার করে স্ত্রীর বাম হাতে কোপ বসান তিনি। এক কোপে কবজির ওপর থেকে কেটে পড়ে যায় জরিনা বিবির হাতের তালু। এর পর স্ত্রীর বাম পায়ের পাতাও কাটার চেষ্টা করেন অভিযুক্ত। এমনকী পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কাটা হাত সহ কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সেখানে তাঁর চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, তবে কি রাজ্যে বাড়ছে অপরাধমূলক ঘটনা? একের পর এক শাহজাহানের কীর্তি প্রকাশ্যে আসতেই বাড়ছে আতঙ্ক।

You may also like