Home Bengal পুজোর পরেই জোরকদমে শুরু হবে ‘‌দুয়ারে প্রধান’‌ কর্মসূচি

পুজোর পরেই জোরকদমে শুরু হবে ‘‌দুয়ারে প্রধান’‌ কর্মসূচি

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার জেলায় জেলায় শুরু হচ্ছে ‘‌দুয়ারে প্রধান’‌ কর্মসূচি। প্রত্যেকটি জেলার পঞ্চায়েতে এই কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন শাসক দল। এই কর্মসূচি শুরু হচ্ছে ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা এলাকা থেকে। উত্তরবঙ্গকে বেশি গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভাল ফল করার পরেই এমনটা সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই লোকসভা নির্বাচনের আগেই চালু হচ্ছে ‘দুয়ারে প্রধান’ কর্মসূচি।

জানা গিয়েছে, দুর্গাপুজোর পরই এই নয়া এই কর্মসূচি চালু হবে। ডাবগ্রাম–ফুলবাড়ি বিধানসভা এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েতের তিনটিতেই তৃণমূলের পাল্লা ভারী। এবার সেখান ‘দুয়ারে প্রধান’ শিবির শুরু হবে। এছাড়া এলাকাবাসীর সমস্যা, রাস্তা, নালা, পানীয় জল পরিষেবা দেওয়ার ব্যাপারেও বোর্ড মিটিংয়ে আলোচিত হবে।

দুর্গাপুজোর পর থেকে এই কর্মসূচি যেখানে তৃণমূল জেতেনি, সেখানেও করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক বলেন, ‘‌পঞ্চায়েত নির্বাচনে যাঁরা আমাদের ভোট দিয়েছেন তাঁদের কাছে আমরা বার্তা দিতে চাই যে,তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তাঁরা ভুল করেননি। বরং লাভবান হয়েছেন।’‌

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved