মহানগর ডেস্ক: আজ হয়ে গেল ডিওয়াইএফআই-এর ডাকে ব্রিগেড সমাবেশ। এদিন ব্রিগেডের মূল আকর্ষণই ছিল ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বামপন্থী কর্মী এদিন ব্রিগেডে উপস্থিত ছিলেন।
আশা অনুযায়ী, কাউকেই নিরাশ করেন নি বাংলার মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন বাংলার পাশাপাশি হিন্দিতেও দীর্ঘ বক্তৃতা রেখেছেন সিপিএমের যুবনেত্রী। সঙ্গে একটি সৌজন্যমূলক ছাপও ফেলে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন নিজের বক্তব্যের শেষ দিকে কবি নজরুলের বিদ্রোহী কবিতার কয়েক লাইন বলতে গিয়ে ভুলে যান মীনাক্ষী৷ কোনওরকম অজুহাত বা অছিলার পথে না হেঁটে জনসমক্ষেই সেই ভুল স্বীকার করেন তিনি৷ মীনাক্ষীর ঠিক পরেই বক্তব্য রাখতে ওঠেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷
সেখানেই তিনি বিষয়টি উল্লেখ করে বললেন, ‘আমাদের মীনাক্ষী, নজরুলের কবিতা বলতে গিয়ে ভুলে গেল৷ উত্তেজনায় ভুল গিয়েছে, রণক্লান্ত তো৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন এ ভাবে ভুল স্বীকার করতে? নরেন্দ্র মোদি পারতেন এভাবে জনসমক্ষে ভুল স্বীকার করতে? কোনও দক্ষিণপন্থী, স্বৈরতন্ত্রী ভুল স্বীকার করে না৷’ ব্রিগেড সমাবেশে এ দিন দীর্ঘ বক্তব্য শেষে মীনাক্ষী বলেন, ‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত,’- এই দু লাইন বলার পর পরের লাইনটি ভুলে যান মীনাক্ষী৷ কিন্তু প্রসঙ্গ না বদলে বা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে যুবনেত্রী বলে ওঠেন, ‘ভুলে গেছি৷’