Home Bengal ফের চোখ রাঙাচ্ছে ঘূর্নাবর্ত, সপ্তাহান্তে একাধিক জেলায় ঝড়বৃষ্টি

ফের চোখ রাঙাচ্ছে ঘূর্নাবর্ত, সপ্তাহান্তে একাধিক জেলায় ঝড়বৃষ্টি

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক : রবিবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কোনও কোনও জায়গায় দু-ওক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এর মধ্যেই অবশ্য বৃষ্টিপাত বাড়বে ওডিশা, অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানায়। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।আগামী সপ্তাহে বুধবার, ১৩ সেপ্টেম্বর ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। এই ঘূর্ণাবর্তটিও ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তরপ্রদেশের দিকে যাবে। এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে।উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন। পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী চার-পাঁচ দিন।

You may also like