Home Bengal ফের কেন্দ্র বনাম রাজ্য! এবার চ্য়ালেঞ্জ সাদা কাগজ দেখানোর

ফের কেন্দ্র বনাম রাজ্য! এবার চ্য়ালেঞ্জ সাদা কাগজ দেখানোর

অভিষেকের চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে নিয়েছে বিজেপি।

by Pallabi Sanyal
33 views

মহানগর ডেস্ক : লোকসভা ভোটের দিনক্ষণ এখনও স্থির না হলেও জোর টক্কর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। সিপিএম-কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা না করলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ব্রিগেডের সমাবেশ থেকে ৪২ আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। এদিকে বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলায়। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেই জেলাব্যাপী একের পর এক সভা করতে চলেছে শাসক দল। পাল্টা বিজেপির দাবি, রাজ্য কাজের হিসেব দেখাক। এবার উন্নয়নের তালিকা নিয়ে আসরে বিজেপি। অমিত মালব্য একটি তালিকা প্রকাশ করেছেন যেখানে তিনি দাবি করেছেন, বিজেপির উন্নয়নের তালিকার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রকাশ করতে পারেন তা হল, টিএমসির কেলেঙ্কারির তালিকা।

কী রয়েছে তালিকায়?

বিজেপি প্রকাশিত তালিকার ওপরেই লেখা রয়েছে ‘প্রতিশ্রুতিবদ্ধ,সত্যমেব জয়তে, ভারত সরকার,পশ্চিমবঙ্গের উন্নয়ন
গত ৫ বছরে’। ভারত সরকার কর্তৃক প্রকাশিত তালিকাটি তিন ভাগে বিভক্ত। পশ্চিমবঙ্গে দরিদ্রদের ক্ষমতায়নে কী কী করেছে মোদী সরকার তার খতিয়ান তুলে ধরা হয়েছে একদিকে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে পরিকাঠামো উন্নয়নে কোন খাতে কত বরাদ্দ করা হয়েছে সেই হিসেবও স্পষ্ট উল্লেখ রয়েছে। অপরদিকে, কেন্দ্রের সমর্থন নিতে রাজ্য সরকারের অনাগ্রহ, সাধারণ মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করছে বলে বেশ কিছু প্রকল্পের নাম তুলে ধরা হয়েছে। শেষে বিশদ জানার জন্য রয়েছে এটি কিউআর কোডও যা স্ক্যান করলেই আরো জানা যাবে।

 

বিজেপির উন্নয়নের তালিকার পাল্টা জবাব দিতে ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সে বিজেপিকে ট্যাগ করে তিনি লিখেছেন, ”মিথ্যাচার ছড়ানোর জন্য পাবলিক ফান্ড নষ্ট করছে বিজেপি। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে একটি ডিবেটে অংশ নিতে চ্যালেঞ্জ করছি। রাজ্যে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবাস য়োজনা ও মনরেগা প্রকল্পগুলিতে ১ পয়সা বরাদ্দ করা হয়েছে প্রমাণ দিয়ে সাদা কাগজ প্রকাশের চ্যালেঞ্জ করছি।”

বিজেপির তরফে অভিষেকের পোস্ট রিপোস্ট করে পাল্টা জবাবে বলা হয়েছে, ”আপনার (অভিষেকের) সুবিধা অনুযায়ী সময় এবং স্থান চয়ন করুন এবং আমরা আমাদের যুব মোর্চা কর্মকর্তাদের একজনকে ডিবেটের জন্য পাঠাব। আপাতত এই তালিকাটি পড়ুন।”

কার্যত, ফের নতুন করে সংঘাতে জড়ালো কেন্দ্রের সঙ্গে রাজ্য। অভিষেকের চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে নিয়েছে বিজেপি। একদিকে তৃণমূলের বঞ্চনার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে।

অপরদিকে, মোদী সরকারের উন্নয়নের তালিকা প্রকাশ বিজেপির। জমে উঠেছে রাজনৈতিক লড়াই। এখন দেখার শেষ পর্যন্ত জল কোন পর্যন্ত গড়ায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved