Home Bengal ব্যস্ত শহরের আকাশে ছুটবে উড়ন্ত ট্যাক্সি! ট্র্যাফিক জ্যাম এড়িয়ে প্লেনের মতো উড়বে

ব্যস্ত শহরের আকাশে ছুটবে উড়ন্ত ট্যাক্সি! ট্র্যাফিক জ্যাম এড়িয়ে প্লেনের মতো উড়বে

by Sushama
41 views

মহানগর ডেস্ক: ফ্লায়িং কার। এবার থেকে দেড় ঘন্টার রাস্তা পৌঁছানো যাবে মাত্র ৭ মিনিটেই! বিষয়টি শুনে কি খুব অবিশ্বাস্য বলে মনে হচ্ছে?

সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে সবটা?

তাহলে পড়ুন আসল ঘটনাটা।

আসলে এই উড়ন্ত ট্যাক্সি কিন্তু মোটেই গল্পের বস্তু নয়। বাস্তবেই এবার এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হচ্ছে দেশে। কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বইয়ের মতো ব্যস্ততম শহরেই মিলবে এই আধুনিক পরিবহন ব্যবস্থা। অনলাইনে বুকিং করলে বাড়ির ছাদে এসে দাঁড়াবে ট্যাক্সি। সেখান থেকে কোনো টেনশন ছাড়াই পৌঁছানো যাবে গন্তব্যে। জবে থেকে শুরু হচ্ছে এমন পরিষেবা? দেখুন।

আজকাল জনজীবন অনেক বেশি ব্যস্ত ও আধুনিক হয়ে দাঁড়িয়েছে। মানুষের থেকে এখন গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে শহরে। সেই কারণেই অফিস টাইমে হোক বা উৎসবের মরশুম, বড় বড় মেট্রো শহরগুলি অন্যতম সমস্যা এখন যানজট বা ট্র্যাফিক জ্যাম।বেঙ্গালুরু শহরে এক কিলোমিটার রাস্তা পার করতেই দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায় অফিস টাইমে। প্রতিদিন প্রায় একই চিত্র দেখা যায় মুম্বইয়ে। কলকাতাতেও প্রায় সময়ই এমন যানজট দেখা যায়। তবে এই বিয়ে আর চিন্তার কারণ নেই। আর কয়েক বছর অপেক্ষা করলেই এই যানজটের সমস্যা থাকবে না। পথেঘাটের জ্যাম এড়িয়ে আপনি উড়তে পারবেন আকাশে। ভারতে এবার আসতে চলেছে এয়ার ট্যাক্সি। জানা গেছে, ২০২৬ সালের মধ্যেই দেশে চালু হতে চলেছে ইলেকট্রিক এয়ার ট্যাক্সি পরিষেবা।

কিন্তু কেমন হবে এই ‘এয়ার ট্যাক্সি’? জানা গেছে, ই-এয়ারক্রাফ্ট বা এয়ার ট্যাক্সির নাম হবে ‘মিডনাইট’। এই ট্যাক্সি পাইলট ছাড়া সর্বাধিক চারজন যাত্রী বহন করতে পারে। আপাতত সর্বাধিক ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার পর্যন্ত এই এয়ার ট্যাক্সি চলতে পারে। তবে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার আগে মাইলেজ আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। প্রাথমিক স্তরে দিল্লিতেই এয়ার ট্যাক্সি চালু করা হবে। ২০০টি এয়ারক্রাফ্ট নিয়ে এই পরিষেবা চালু হবে। পরের ধাপে মুম্বই, বেঙ্গালুরুতেও এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে বলে জানা গেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved