Home Bengal ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,  উল্টে তরুণীকেই গ্রেফতারের নির্দেশ আদালতের

ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,  উল্টে তরুণীকেই গ্রেফতারের নির্দেশ আদালতের

by Mahanagar Desk
29 views

 মহানগর ডেস্ক:  গত বছর ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা করে এক নাবালিকা । মামলা চলাকালীন আদালত অবমাননার দায়ে উল্টে যুবতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কাঁথি আদালতের ক্ষুব্ধ বিচারক। বিষয়টি নিয়ে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ।

অপরদিকে নির্যাতিতার বাবা তাঁর মেয়ের পক্ষ থেকে জানিয়েছেন তাঁর কন্যা অসুস্থ থাকার কারণে আদালতে উপস্থিত হতে পারেনি।   আটটি  ডেট ফেল হয়েছে বলেই জানিয়েছে আদালত। নির্যাতিতার পক্ষে অসুস্থতার সার্টিফিকেট আদালতে জমা করার পর বিচারকের সন্দেহ তৈরি হয়। সার্টিফিকেটের রিপোর্ট দেখে সন্দেহ জাগে, তারপরই সার্টিফিকেটের গরমিল দেখে বিরক্ত হয়ে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন ওই তরুণীর  বিরুদ্ধে। শুধু তাই নয় আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে যাতে গ্রেফতারি পরোয়ানা কার্যকর হয়, তার জন্য বিচারক কাঁথি মহিলা থানার  পুলিশকে নির্দেশও দিয়েছেন ।  শুভদীপের আইনজীবী আনন্দ দাস জানিয়েছেন গত ২০২৩ সালের ১০ জানুয়ারি ছাত্রনেতা শুভদীপ গিরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে কাঁথি মহিলা থানায় ওই নাবালিকার পরিবারের লোক অভিযোগ দায়ের করেন । বেশ কিছুদিন পুলিসি জেল হেফাজতে থাকার পরে উচ্চ আদালতের নির্দেশে শুভদীপ জামিনে ছাড়া পান ।

ছাত্রনেতা শুভদীপের পক্ষে কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের নেতা সুরজিৎ নায়কের অভিযোগ শুভদীপ কাঁথির তৃণমূল কংগ্রেসের একজন ভালো সুপ্রতিষ্ঠিত ছাত্র নেতা। নির্যাতিতার বাবা একজন বিজেপি নেতা,তাই তাকে সায়েস্তা করতেই তার বিরুদ্ধে পরিকল্পনামাফিক মামলা সাজিয়েছে। যদিও বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিক্তিহিন, রাজনীতির সঙ্গে এর কোন সম্পর্ক নেই।

You may also like