Home Bengal ভোট ঘিরে রাজ্যে বাড়ছে শাসক-বিরোধী রাজনৈতিক উত্তেজনার পারদ

ভোট ঘিরে রাজ্যে বাড়ছে শাসক-বিরোধী রাজনৈতিক উত্তেজনার পারদ

by Mahanagar Desk
26 views

মহানগর ডেস্ক : বাংলায় নির্বাচন মানেই উত্তেজন, রাজনৈতিক হানাহানি। পঞ্চায়েত থেকে লোকসভা কোনও নির্বাচনই বাংলায় নিশ্চিন্তে বা অবাধে হয় না। তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনের দামামা বাজতেই বাংলায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

প্রথমত এই রাজনৈতিক কাজিয়া শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে। তৃণমূল নেতা ও মুখপাত্র শান্তনু সেন অভিযোগ করেছেন, “পশ্চিমবঙ্গে ৪২টি আসনের জন্য ৯২০ কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে ভোট ঘোষণার আগেই। এটা ১৯৫২ সালে ভারতে লোকসভা নির্বাচন শুরুর পর থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্যন্ত কখনও এমন হয়নি। অথচ উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন, সেখানে মাত্র ২২০ কোম্পানি, এটা রদজনৈতিক প্রতিহিংসা। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী বাংলার থেকে খারাপ। তাও এই চক্রান্ত।”

এদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জোর টক্কর চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। সদ্য তৃণমূল ত্যাগী অর্জুন সিং এবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। ইদের দিন এই কেন্দ্রে যখন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রচারে এসেছেন, তখন মাইকে তৃণমূলের মঞ্চ থেকে স্লোগান ওঠে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্জুন সিং প্রচারে এসেছেন বলে। এই ঘটনায় যথেষ্ট বিরম্বনায় পড়ে যান পার্থ ভৌমিক। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “পার্থ বেকার সময় নষ্ট করছে ব্যারাকপুরে।”
এই ব্যারাকপুরেই তৃণমূলের দেওয়াল লিখনে অর্জুন সিং ও নরেন্দ্র মোদীর ছবি আঁকা স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
তবে অর্জুন সিং ও বিজেপির তরফে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, “বিজেপি এই জাতীয় রাজনীতিতে বিশ্বাস করে না।”

এদিকে শুভেন্দু অধিকারী এর আগে বিধানসভার লনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বিরোধী অবস্থান থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহর বিরুদ্ধে বিরূপ স্লোগান ওঠার পরমুহূর্তেই বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে প্রবেশ করেন এবং “মমতা চোর,চোর,চোর….” স্লোগান দিতে থাকেন। তারপর থেকে রাজ্যজুড়ে সব সভা সমিতিতেই শুভেন্দু উচ্চগ্রামে মমতা চোর, তৃণমূলের সবাই চোর স্লোগান দিতে শুরু করেন। এবার চালসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে বিজেপি চোর, চোর স্লোগান দিতে শুরু করে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বেশি বাড়াবাড়ি করবেন না, দেখবেন যাতে বুমেরাং হয়ে যায়।”

এদিকে সিপিএম এর মুর্শিদাবাদের প্রার্থী মহম্মদ সেলিম অভিযোগ করে বলেছেন, “আরএসএস-এর ইন্ধনে বাংলায় তাদের দুটো উইং তৃণমূল ও বিজেপি দুর্নীতি করছে। যাদের কাছে প্রচারে যাচ্ছি তারাই বলছে, আগে দুর্নীতি হঠান, আপনাদের জেতাবো। কাজেই বোঝা যাচ্ছে বাংলা তৃণমূল ও বিজেপির বদান্যতায় দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। দিদি-মোদীর এই দুর্নীতি বন্ধ করতে হবে।”
তবে এর পরও প্রচারে তৃণমূল-বিজেপি পরস্পরকে চোর, দুর্নীতিবাজ বলে প্রচার চালাচ্ছে। এই আবহেই আগামী ১৯ এপ্রিল বাংলায় তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved