Home Bengal আমডাঙায় দলবদলে তৃণমূলের গাজোয়ারির বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন অর্জুন! 

আমডাঙায় দলবদলে তৃণমূলের গাজোয়ারির বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন অর্জুন! 

by Sibapriya Dasgupta
74 views
মহানগর ডেস্ক: ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙা বিধানসভার অধীন মরিচা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গণতন্ত্রের নামে আধিপত্যবাদের রাজনীতি প্রকাশ্যে আনলেন সদ্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন সিং তৃণমূলের গায়ের জোরে রাজনীতির একটি বিস্ফোরক ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন,যদিও মহানগর এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
অর্জুন সিং তাঁর সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন এই বিষয়ে তার সবটাই এখানে তুলে দেওয়া হল। অর্জুন সিং লিখেছেন, “তৃণমূল কংগ্রেস এবং তার প্রার্থীর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সিপিএম নপতা এবং আমডাঙা বিধানসভার অধীনে মরিচা গ্রাম পঞ্চায়েতের সদস্য সফিকুল মণ্ডল ওরফে ঝন্টুকে তৃণমূল কর্মীরা প্রতারিত ও হুমকি দিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে যোগদান করেছে বলে দাবি করেছিল। আগের ভিডিওতে এটি স্পষ্টভাবে দৃশ্যমান যে সফিকুল তৃণমূল অফিসে কতটা অস্বস্তিকর অবস্থায় এবং তিনি যখন তিনি উঠেন, তখন তাকে বার বার বসতে বলা হয়। সেখান থেকে চলে যাওয়ার পর সফিকুল আমডাঙা অঞ্চল কমিটির সেক্রেটারির কাছে যান এবং পুরো ঘটনাটি বর্ণনা করার পর তিনি স্পষ্টভাবে বলেন যে তিনি সিপিএমে আছেন এবং থাকবেন।”
এরপর পোস্টের শেষে অর্জুন লেখেন, “সত্যিই দেউলিয়া হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন এবং মাননীয় গভর্নরকে এই ঘটনার তদন্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য অনুরোধ করা হচ্ছে।”  নিজের বক্তব্যের প্রমাণ হিসাবে অর্জুন সিং জোর করে সিপিএম পঞ্চায়েত সদস্যকে তৃণমূল অফিসে এনে যোগদানের ভিডিও এবং তারপর তৃণমূল অফিস থেকে সফিকুল বেরিয়ে গিয়ে ফের লাল ঝান্ডা নিয়ে তিনি সিপিএমেই আছেন এই ছবি পোস্ট করেন। তবে এই ঘটনায় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved