মহানগর ডেস্ক : সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে পথে নেমে ফের পুলিশের বাধার মুখে এবিভিপি। এবার দক্ষিণবঙ্গের ঘটনার পুনঃরাবৃত্তি ঘটলো উত্তরবঙ্গে। কয়েকদিন আগে সন্দেশখালি কাণ্ডের বিচার চেয়ে বিধানসভা অভিযান করেছিল বিজেপির ছাত্র সংগঠন। কলেজস্ট্রিট থেকে মছিল করে তারা ওয়েলিংটন পর্যন্ত পৌঁছলে তিনটি ব্যারিকেডের মধ্যে পড়তে হয়। প্রথম ২ টি ব্যারিকেড অতিক্রম করতে পারলেও তৃতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধ্বস্তাধ্বস্তি বাধে পুলিশর সঙগে। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। সেরূপ উত্তরকন্যা অভিযানেও ঘটলো একই ঘটনা।
উল্লেখ্য, শিলিগুড়িতে এবিভিপির উত্তরকন্য়া অভিযানকে ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকেন এবিভিপি কর্মীরা। তাঁদের দাবি পুলিশ জোর করে তাদের আটকাতে চেয়েছে। তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়।বিরাট পুলিশ বাহিনী তাদের সামলাতে গিয়ে হিমসিম খায়। একাধিক এবিভিপি কর্মীকে পুলিশ কার্যত টেনে হিঁচড়ে নিয়ে যায়। সব মিলিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
সন্দেশখালি নিয়ে ক্রমে চড়ছে রাজনৈতক পারদ। এখন দেখার লোকসভার ভোট ব্যাঙ্কে এর কোনো প্রভাব পড়ে কিনা। ইতিমধ্যেই বাধা অতিক্রম করে সন্দেশখালির মাটিতে প্রথম জনসভা করেছে বিজেপি। তবে, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত সেখানে পা রাখেননি মুখ্যমন্ত্রী কিংবা সাংসদ কেউই যা নিয়ে বিরোধীরা একের পর এক তোপ দেগেছে। ফলে লোকসভার আগে নজরে সন্দেশখালি।