Home Bengal ২০২৪-এ ঘটা দুটি ঘটনায় মিলে গেছে! পড়ুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

২০২৪-এ ঘটা দুটি ঘটনায় মিলে গেছে! পড়ুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

by Sushama
191 views

মহানগর ডেস্ক: ইংল্যান্ড ও রাশিয়ার বুকে ঘটে গেছে এই দুই ঘটনা! তাহলে কি বাকি সব ভবিষ্যদ্বাণীও এবার ফলে যাবে? ২০২৪-কে নিয়ে ঠিক কি কি বলেছিলেন বুলগেরিয়ার এই অন্ধ মহিলা? দেখুন।

ভবিষ্যৎ হল সময়ের আগামী পর্যায়। সেই কারণে সবথেকে রহস্যময় হল এই ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ বিচার করে নানা অনুমানকে বলা হয় ভবিষ্যদ্বাণী। বর্তমান সময়ে ভবিষ্যৎ নিয়ে বলতে পারেন এমন একজন মানুষ হলেন বাবা ভাঙ্গা। বাবা ভাঙ্গাকে বর্তমান সময়ের নস্ত্রাদামুস বলে মনে করা হয়। নিজের জীবনকালে তিনি ভবিষ্যৎ সম্পর্কে নানা কথা বলে গিয়েছিলেন। তার অনেকগুলিই সত্যি প্রমাণিত হয়েছে। বুলগেরিয়ার এক নারী তিনি। মনে করা হয়, তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন।

চলতি বছর, এই ২০২৪ সাল নিয়েও নানা ভবিষ্যৎ-বাণী ছড়িয়ে গিয়েছেন তিনি। তার মধ্যে ইতিমধ্যেই কিছু বাণী সত্যি হয়েছে। এগুলি হল জাপান এবং যুক্তরাজ্যের মতো অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশগুলি এবং রাশিয়ার ভ্যাকসিনের বিকাশ। বাবা ভাঙ্গা কথিতভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ২০২৪ সালে একটি বিশাল অর্থনৈতিক সংকট হবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। উল্লেখযোগ্যভাবে, উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়-সংকটের কারণে গত বছরের শেষের দিকে যুক্তরাজ্য মন্দার মধ্যে ডুবে যায়। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি বলেছেন যে, রুশ বিজ্ঞানীরা ক্যানসারের ভ্যাকসিন তৈরি করার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন।

এছাড়াও ২০২৪ সালকে নিয়ে বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই বছর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হবে। এই রহস্যময়ী ভবিষ্যদ্বাণী করেছেন যে সাইবার ক্রাইম বৃদ্ধি পাবে। উন্নত হ্যাকাররা পাওয়ার গ্রিড এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করবে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তবে সবটাই বলবে ভবিষ্যৎ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved