HomeBengalখোলা বাজারে রেশনের গম বিক্রি করতেন বাকিবুর, কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ

খোলা বাজারে রেশনের গম বিক্রি করতেন বাকিবুর, কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ

- Advertisement -

মহানগর ডেস্ক: গতকালই বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ইডি। তাঁর বিরুদ্ধে ইডি সূত্রের খবর, রেশন ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে গম নিয়ে খোলা বাজারে বিক্রি করতেন বাকিবুর রহমান। রেশনের গম নিয়ে কয়েক কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি। বাকিবুরকে সেই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, রেশনের খাদ্যসামগ্রী সরবরাহ করার সময়ে তা নিয়ে নয়ছয় করতেন বাকিবুর এবং তাঁর সহযোগীরা। তাঁদের কাছ থেকে যত বস্তা গম চাওয়া হত, তার চেয়ে ৩০-৪০ শতাংশ কম সরবরাহ করতেন তাঁরা। বাকিটা নিজেরা আত্মসাৎ করত। ফলে রেশন ডিলারার লাভবান হতেন। বেশ কয়েক জন আধিকারিকও এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে মনে সন্দেহ ইডির।

বাকিবুরের কাছ থেকে একটি ‘রেজিস্ট্রার বুক’ বা তথ্য নথিভুক্তকরণের খাতা বাজেয়াপ্ত করেছে ইডি। যেখানে তাঁর রেশন সরবরাহের সমস্ত হিসেবে নিকেশ রয়েছে, সেটি খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন ইডি আধিকারিকেরা। শনিবার বাকিবুরকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে। তবে বাকিবুরের আইনজীবীকে বলা হয়েছে, তাঁকে যেন বাড়ির খাবার খেতে দেওয়া হয়। তবে ইডি জানিয়েছে, বাকিবুরকে ইডি হেফাজতে ভাল খাবারই দেওয়া হবে।

Most Popular