Home Bengal আদালতেই অসুস্থ হয়ে পড়েন বালু, তাঁর শরীরের অবস্থা এখন কেমন, কী কী পরীক্ষা হল তাঁর?

আদালতেই অসুস্থ হয়ে পড়েন বালু, তাঁর শরীরের অবস্থা এখন কেমন, কী কী পরীক্ষা হল তাঁর?

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল। শনিবার সন্ধ্যায় এমনটাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ইডি দ্বারা গ্রেফতার হওয়ার পরেই আদালতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে তড়িঘড়ি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি সুগারের রোগী। শুক্রবার আদালতে শুনানি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। আদালত থেকেই পুলিশের গাড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, বালুর স্বাস্থ্যের পরীক্ষা অনুযায়ী, হাইপারগ্লাইকেমিয়া (রক্তে অত্যধিক শর্করা), রেনাল ইমপেয়ারমেন্ট (কিডনির অসুখ), ডাইসিলেক্‌ট্রোলিটেমিয়া, প্রি-সিঙ্কোপ (সংজ্ঞা হারানোর অনুভূতি) ইত্যাদি রোগ ধরা পড়েছে। সেই অনুযায়ীই তাঁকে চলছে চিকিৎসা। এ ছাড়া, হাইপারটেনশনও রয়েছে তাঁর। শনিবার সারাদিনে বালুর শরীরের একাধিক পরীক্ষা করা হয়েছে। তাঁর হৃদ্‌যন্ত্র থেকে স্নায়ু সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাই বর্তমানে তাঁকে অর্ধতরল খাবার দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, বালুর ‘হল্টার মনিটরিং’ শুরু হয়েছে। হৃদ্‌যন্ত্রের উপর অনবরত নজরে রাখা হচ্ছে। হৃদ্‌স্পন্দন কোন মাত্রায় রয়েছে, তা পরীক্ষার জন্য হল্টার মনিটরিং করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কথা অনুযায়ী, সোমবারই জ্যোতিপ্রিয়ের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া হবে।

You may also like