Home Bengal থাকবে  AC  ওয়েটিং রুম, বসবে আধুনিক ডিসপ্লে,  নয়া রূপে সাজতে চলেছে বনগাঁ স্টেশন

থাকবে  AC  ওয়েটিং রুম, বসবে আধুনিক ডিসপ্লে,  নয়া রূপে সাজতে চলেছে বনগাঁ স্টেশন

by Mahanagar Desk
39 views

মহানগর ডেস্কঃ অমৃত ভারত স্টেশন প্রকল্পের পাশাপাশি এবার সীমান্তবর্তী স্টেশন বনগাঁ’কে পুনঃউন্নয়ন ও আধুনিক ব্যবস্থা দেওয়ার জন্য উদ্ব্যোগ নিয়েছে রেলমন্ত্রক।ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে পুরো দমে। যাত্রীদের আরও ভালো সুস্থ স্বাভাবিক যাত্রা প্রদান ও স্টেশনের মান উন্নয়নের লক্ষ্যে এই নয়া উদ্যোগটি নেওয়া হয়েছে। ভারতীয় রেলওয়ের অন্তর্গত সমস্ত স্টেশনগুলির মধ্যে বিশেষ কিছু স্টেশনকে চিহ্নিত করা হয়েছে পুনরুন্নয়নের জন্য।মোট ২৯.৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বনগাঁ জংশন স্টেশনের পুনঃ উন্নয়নের জন্য।

বনগাঁ জংশন ষ্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ার পাশাপাশি কলকাতা শহরতলির রেলওয়ে ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ বটে। রোজ অসংখ্য মানুষ এই বনগাঁ স্টেশন হয়ে যাতায়াত করে থাকে। একেবারে সীমান্ত লাগোয়া স্টেশন হওয়ার খাতিরে এই স্টেশনের চাহিদা গুরুত্বপূর্তণ।এই স্টেশনের লাইনটি একবারে আন্তর্জাতিক পেট্রাপোল সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত, যা ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত ভ্রমণের পরিষেবা দিয়ে থাকে।ওপরদিকে এই ষ্টেশনটি এবার বনগাঁ – রানাঘাট রেললাইনের সাথে সংযুক্ত, যার ফলে একটি বৃহত্তর জনসংযোগ গঠন করে করে।

রেল মন্ত্রকের ধারণা এই স্টেশনটি পুন্নরুদ্ধারের ফলে যাত্রী এবং এলাকার উন্নতি হবে। সূত্রের খবর, গ্রানাইট পাথর দ্বারা প্লাটফর্ম সাজানো হবে, পাশাপাশি থাকবে এসি ওয়েটিং হল। সুগঠিত বেঞ্চ, শৌচালয়ে থাকবে পর্যাপ্ত ডাস্টবিন, স্টেশনে বসবে আধুনিক ডিসপ্লে বোর্ড – কংকোর্স , সাইনেজ,থাকবে প্রচুর লাইটিং এবং ফ্যানের ব্যবস্থা। এই ক্ষেত্রে শক্তি সংরক্ষণের জন্য সৌরশক্তি ব্যবহার করা হবে৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক এখানে কাজ করছে। সীমান্ত লাগোয়া স্টেশন হওয়ার এখানে অবথিত আছে চেকপোস্ট। তাই এবার কেন্দ্র চাইছে যত দ্রুত গতিতে সম্ভব এই স্টেশনটির পরিকাঠামো বিন্যাস করে এই স্টেশনকে একটি নতুন রূপ দিতে।

You may also like