মহানগর ডেস্ক: স্বস্তির খবর পড়ুয়াদের জন্য।পড়ুয়াদের বৃত্তির পরিমাণ বাড়ানো হলো।ছাত্র ছাত্রীদের মুখে হাসি।কোন ক্লাসের শিক্ষার্থীরা এই বাড়তি Scholarship এর সুবিধা পাবেন,কত টাকা বৃদ্ধি করা হলো স্কলারশিপ এবং কোন স্কলারশিপের অর্থের পরিমাণ বাড়ানো হলো? জেনে নিন বিস্তারিত: আজ যে স্কলারশিপ নিয়ে আপনাদের জানানো হবে সেটি হলো কেন্দ্র সরকার কর্তৃক বিদ্যার্থীদের প্রদত্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর স্কলারশিপ অথবা ওয়েসিস স্কলারশিপ।এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে সমাজের প্রান্তিক ছাত্র ছাত্রীদের।
এই বৃত্তিকে তাই অনেকে একত্রে OBC,ST,SC,বা OASIS স্কলারশিপ বলেও অভিহিত করে।সরকার সম্প্রতি এই স্কলারশিপ- এ বাড়িয়েছে অনুদানের পরিমাণ।রাজ্য সরকার ও শিক্ষা কেন্দ্রের যৌথ বিষয় এবং ৪০ঃ৬০ অনুপাতে এই বৃত্তির অনুদানের যথাক্রমে মোট দুই কিস্তিতে স্টুডেন্টদের একটি ভালো পরিমাণ টাকা পড়ুয়াদের আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার।বিগত দিনগুলোতে নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা এই ওয়েসিস স্কলারশিপের অধীনে স্কলারশিপ পেত বার্ষিক ৩,০০০ টাকা করে।রাজ্য সরকার, সরকারের তরফে এই নতুন নিয়ম প্রণয়নের ফলে এই স্কলারশিপ-এ ৫,০০ টাকা বৃদ্ধি করেছে অনুদানের পরিমাণ।
ছাত্র ছাত্রীদের পড়াশোনার বিভিন্ন আনুষঙ্গিক খরচের কথা মাথায় রেখেই এবং বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির পরিস্থিতিতে আর্থিক সহায়তার ক্ষেত্রে সরকার এই পাঁচশো টাকা বৃদ্ধি করেছে।শিক্ষার্থীরা এর ফলে এখন থেকে প্রতি বছর প্রি ম্যাট্রিক কোর্সে (নবম-দশম শ্রেণীতে) ব্যাকইয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কর্তৃক উপজাতি, তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর যোগ্য পড়ুয়ারা বৃত্তি পেয়ে যাবেন বছরে সাড়ে তিন হাজার টাকা করে।