Home Bengal বড় পদক্ষেপ পুরসভার! ৪০ লক্ষ গ্যালন জলের নতুন জলাধার এবার কলেজস্ট্রিটে

বড় পদক্ষেপ পুরসভার! ৪০ লক্ষ গ্যালন জলের নতুন জলাধার এবার কলেজস্ট্রিটে

মহম্মদ আলি পার্কে ৪০ লক্ষ গ্যালন জলের যে জলাধারটি রয়েছে তার অবস্থা বিপজ্জনক।

by Pallabi Sanyal
10 views

মহানগর ডেস্ক : উত্তর কলকাতায় জল সরবরাহে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার। মহম্মদ আলি পার্কের বিকল্প হিসেবে নতুন জলাধার নির্মাণ হতে চলেছে কলেজ স্ট্রিটের মার্কাস স্কোয়ারে। জলাধারের জল নির্ধারণের ক্ষমতা ৪০ লক্ষ গ্যলন। সপ্তাহের শুরুতেই পুরসভার মাসিক অধিবেশনে এমনই প্রস্তাব পাশ হয়েছে বলে খবর।কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকদের আশা, এই নতুন প্রকল্প বাস্তবায়িত হলে মধ্য ও উত্তর কলকাতার জল সরবরাহ ব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন আসবে। খুব তাড়াতাড়ি এই কাজও শুরু হবে।

প্রসঙ্গত, মহম্মদ আলি পার্কে ৪০ লক্ষ গ্যালন জলের যে জলাধারটি রয়েছে তার অবস্থা বিপজ্জনক।নির্মাণ বিশেষজ্ঞরা অনেক আগেই পুরসভাকে জানিয়ে দিয়েছিলেন, মহম্মদ আলি পার্কের জলাধারটির বিপজ্জনক দশার কথা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, এই বিপজ্জনক জলাধারের জন্য মহম্মদ আলি পার্কের দুর্গাপুজোকেও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কারণ, দর্শনার্থীদের ভিড়ের চাপে এই জলাধারটির ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। এমতাবস্থাতেও এতদিন সাবধানতা অবলম্বন করেই মহম্মদ আলি পার্কের জলাধার থেকে মধ্য ও উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় জল সরবরাহ করেছে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ।

উল্লেখ্য, মহম্মদ আলি পার্কের চারিপাশে ঘন বসতি পূর্ণ অঞ্চল। সেখান থেকে কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় বিল্ডিংয়ের পিছনে মার্কাস স্কোয়ারে হতে চলেছে নতুন জলাধার নির্মাণ। মহম্মদ আলি পার্কের জলাধারের বিপজ্জনক অবস্থার কথা ভেবেই দ্রুত কলেজ স্ট্রিটে জলাধার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved