মহানগর ডেস্কঃ বিগবসের ঘরে চলছে উদ্যাম কর্মকাণ্ড। সেলিব্রিটিরা প্রতিযোগিতা জিততে এমন করছেন নাকি ব্যক্তিগত জীবনের তাঁদের চরিত্রটা এমনই তা বুঝে উঠতে পারছেন না দর্শক। সিজন ১৭ শুরু থেকে একাধিকবার বিভিন্ন কারনে খবরের শিরোনামে আসছে একাধিক জুটি থেকে তাদের তৈরি ভাইরাল দৃশ্য। বিশেষ করে দাম্পত্য কলহ বার বার উঠে এসেছে। তবে খবরের শিরোনামে অধিকাংশ সময় জায়গা করে নিয়েছেন ভিকি-অঙ্কিতা জুটি।
আবারো ভাইরাল হল অঙ্কিত লোখন্ডে এবং ভিকি জৈনের অশান্তির ভিডিও। ভিকির ওপর উদ্যত হলেন অঙ্কিতা। ঘর ভর্তি প্রতিযোগীদের মাঝেই মাথা ঠিক রাখতে পারলেন না অভিনেত্রী। সপাটে মারলেন চর। কিছুদিন আগেই দর্শক দেখেছিল অঙ্কিতার ওপর রেগে গিয়েছেন ভিকি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ওঠে সমালোচনার ঝর। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শুরু সেলিব্রিটি কাপল গসিপ।
তবে এখানেই শেষ নয় পরক্ষনেই স্বামীর কোলে উঠে সোহাগ করতে দেখা গেল অঙ্কিতাকে। আর এই দৃশ্য দেখে এটা স্পষ্ট যে, ভিকি অঙ্কিতা মশকরা করছে। তবে এটা প্রথম নয় শোতে আসার পর থেকেই তারা একে অপরের ওপর বিরক্তি প্রকাশ করেছেন, তাদের আচরনে এটা পরিষ্কার যে প্রায়শয় তাদের মধ্যে লেগে থাকে তুমুল অশান্তি। সেটা আর বুঝতে বাকি নেই বিগবস প্রেমীদের। এমনকি একবার অঙ্কিতাকে চটি ছুঁড়তে দেখা গিয়েছে ভিকির দিকে। কম্বলের নিচে ঘনিষ্ঠ হওয়ার ভিডিও ভাইরাল তাদের।https://twitter.com/SUZIE_MAKENZY/status/1743208592390647956?t=0x47eHR_Gou9H7zNifM8pA&s=19
যদিও এই ভিডিওটিতে সম্পূর্ন বিনোদনের জন্য পোস্ট করা হয়েছে। ব্যাক্তিগত জীবন পাবলিক করে মজা করছেন অভিনেত্রী! নাকি সস্তার টি আর পি পেতে এমন করছেন ভিকি-অঙ্কিতা প্রশ্ন নেটিজেনদের।