Home Bengal তমোঘ্ন-র বাড়িতে “হামলা”, প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিজেপির বিক্ষোভ

তমোঘ্ন-র বাড়িতে “হামলা”, প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিজেপির বিক্ষোভ

by Mahanagar Desk
34 views

মহানগর ডেস্ক : জেলা, গ্রাম ছেড়ে এবার ভোটের উত্তাপ খোদ শহর কলকাতায় পৌঁছল। ভোটের মুখে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের আমহার্স্ট স্ট্রিটের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ,  ভেঙে ফেলা হয়েছে তমোঘ্ন ঘোষের বাড়ির সিসি ক্যামেরা। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের দাবি, হামলাকারীদের লক্ষ্য ছিলেন তিনিই। তমোঘ্নর দূবি, বাইকে চড়ে দুষ্কৃতীরা এসেছিল। প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। তমোঘ্ন ঘোষের সঙ্গে থানায় হাজির কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায় বলেন, ” বিষয়টা পুলিশকে জানিয়েছি। পুলিশকে বলে গেলাম শৈথিল্য না দেখিয়ে এই বিষয়টির তদন্ত করার জন্য আমহার্স্ট স্ট্রিট থানার ওসি, অ্যাডিশনাল ওসিকে জানিয়ে গেলাম।
তৃণমূলের প্রতিক্রিয়া, বিজেপি যদি একতরফা অভিযোগ করে তৃণমূল তমোঘ্নর বাড়িতে হামলা করেছে, সিসি টিভি ভেঙেছে তাহলে সেই ফুটেজ দেখাক। তাতে যাদের দেখা যাবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক।

এই ঘটনার জেরে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে। পাল্টা তৃণমূলের তরফেও একই ভাবে প্রতিবাদ দেখানো শুরু হয়েছে। তাপস রায়, তমোঘ্ন ঘোষ আমহার্স্ট স্ট্রিট থানায় সিসি টিভি ক্যামেরার ফুটেজ দিয়েছে। থানা থেকে উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতি তমোঘ্ন ঘোষ এবং উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, আমরা পুলিশের কাছে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে গেলাম।
এদিকে এই ঘটনার জেরে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রায় আঘ ঘণ্টার জন্য যানজট সৃষ্টি হয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved