মহানগর ডেস্ক : জোর টক্কর হুগলিতে! ইতিমধ্যেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে চলে এসেছে। হুগলিতে বিজেপির সাংসদ প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এখন প্রশ্ন হল তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কে? যদিও তৃণমূল এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তবে, শোনা যাচ্ছে, হুগলিতে লকেটের বিপরীতে দাঁড়াতে পারেন ‘দিদি নং ১’ রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, ‘দিদি নং ১’ এ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রচনা। তখন থেকেই রচনাকে প্রার্থী করার কথা শোনা যাচ্ছে। যদিও প্রার্থী তালিকা প্রকাশের পরেই সে বিষয় পাকাপাকিভাবে নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, হুগলিতে বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী। এর আগেও লকেট ভোটে জিতে সাংসদ হয়ে পার্লামেন্টে গিয়েছেন। সেদিক থেকে রাজনীতির ময়দানে নবাগত হবেন রচনা, যদি প্রার্থী হন। তবে দুজনের কমন ফ্যাক্টর, দুজনেই অভিনেত্রী।
সূত্রের খবর, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, তমলুক কেন্দ্র থেকে জীবনে প্রথম ভোটে দাঁড়াবেন রচনা। তবে খবর আসতে থাকে, পদ ছাড়ার পর বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই রচনারকেন্দ্র বদলের সিদ্ধান্ত নেওয়া।