মহানগর ডেস্ক: মর্মান্তিক, পিকনিক থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে হাওড়ায়। রূপনারায়ণ নদীতেই উল্টে গিয়েছে যাত্রী বোঝাই নৌকা। খবর পেয়েই উদ্ধার কাজ শুরু হলেও ৬ জন কিশোর এখনও নিখোঁজ রয়েছে বলেই খবর। তাঁদের দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে।
দুর্ঘটনাটি ঘটেছে যখন ১৪-১৫ জনের একটি দল মেদিনীপুরের দুধকুমড়া ত্রিবেণী পার্ক থেকে নৌকা করে ফিরছিল। তাঁরা মানকুর ঘাট থেকে রূপনারায়ণ পার হয়ে নৌকায় করে পিকনিক করতে গিয়েছিল। হাওড়া ও বাগনান থেকে গিয়েছিল তাঁরা পিকনিক করতে। ফেরার সময়ে নদীতে নৌকা উল্টে যায়। কয়েকজন সাঁতার কেটে পাড়ে উঠে এলেও ৬ জনকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়েই বাগনান ও ভাটরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
নিখোঁজদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে যারা নিখোঁজ হয়েছেন তাঁরা হাওড়া লিলুয়া থানার বেলগাছিয়া লিচুবাগান এলাকার বাসিন্দা। একই পরিবারের অনেকেই পিকনিক করতে গিয়েছিলেন। সন্ধ্যার পরেও উদ্ধার অভিযান চলছে। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।