মহানগর ডেস্ক : সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত আজ মঙ্গলবার সন্দেশখালি যাচ্ছেন। সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে পুলিশ গ্রেফতার করেছে। সিপিএমের অভিযোগ, মিথ্যা অভিযোগে নিরাপদ সর্দারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে।
নিরাপদক সর্দারের মুক্তির দাবিতে সিপিএমনেত্রী কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালিতে যাওয়ার উদ্যোগ নিলে সেখানে প্রবেশের আগেই রামপুরে সিপিএম প্রতিনিধিদের আটকে দেওয়া হয়। এবার দেখার মঙ্গলবার বৃন্দা কাারাতকে পুলিশ কোথায় আটকে দেয়। বৃন্দা করাত বলেন, “আমি সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছি, তাঁদের সমস্যা, তাঁদের উপর অত্যাচারের কাহিনী শুনেছি। আজ আমি নিজে যাচ্ছি সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে।”
এদিকে মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আদালতের অনুমতি সাপেক্ষে আজ মঙ্গলবার সন্দেশখালি রওনা হয়েছেন শুভেন্দু অধিকারী। ধামাখালিতে নজিরবিহীন পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। রাজ্য সরকারের পুলিশ শুভেন্দুকে সন্দেশখালি ঢুকতে বাধা দিলে তিনি ফের আদালতে যাবেন বলে সন্দেশখালি রওনা হওয়ার আগে জানিয়েছেন।