Home Bengal হঠাৎ বসত বাড়িতে সজোরে বাসের ধাক্কা, ব্যাপক ক্ষতিগ্রস্থ মা ও শিশু সন্তান

হঠাৎ বসত বাড়িতে সজোরে বাসের ধাক্কা, ব্যাপক ক্ষতিগ্রস্থ মা ও শিশু সন্তান

bus accident mother and child are in serious condition

by Mahanagar Desk
240 views

মহানগর ডেস্কঃ লোকে বলে বাড়িই নাকি ব্যাক্তির সবচেয়ে সুরক্ষিত স্থান। তবে বাড়িতে বসেও আর নিশ্চিন্তে থাকা গেল কই! তখন সবে সন্ধ্যা নেমেছে। ঘরে ছিলেন মা ও তাঁর একরত্তি সন্তান। হঠাৎ সজোরে কিছুর ধাক্কা অনুভূত হল, নিমেষে কেঁপে উঠল গোটা বসত বাড়িটাই। টালির ছাউনি, ইটের গাঁথা দেওয়াল থর থর করেই কেঁপে উঠল সঙ্গে সঙ্গে। ঘটনাটি বুঝে ওঠার আগেই বাড়ির ভগ্নাংশ ভেঙ্গে পরতে শুরু করল শরীরের ওপর। পাঁচ বছরের ছোট্ট আরিয়ানকে বুকে জড়িয়েই চরম আঘাত সহ্য করতে থাকলেন মা। এই দূর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছে মা ও শিশু সন্তান।

এই দূর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ, হাওড়ার আমতা রোডের ১০ নম্বর পোল সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, রানিহাটির দিক থেকে আসছিল একটি ট্রলার। ওই একই সময় উল্টদিক থেকে আসছিল একটি যাত্রীবাহী বাস। সেই সময়েই ওই ট্রলার এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে যায় বাস ও ট্রলারটি। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি পরে যায় নয়নজুলিতে এবং বাসটি সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে একটি একচালা বাড়িতে। সেই সময়েই ওই ঘরে ছিল মাসুদা বেগম ও তাঁর সন্তান আরিয়ান। ঘটনার জেরে বাড়িটি সম্পূর্ন ভাবে ক্ষতগ্রস্থ হয়েছে। ভেঙ্গে পড়েছে বাড়ির দেওয়াল সহ টালির ছাউনি, যার জেরেই আঘাত লাগে মা ও সন্তানের।

এরপরে সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করে নিয়ে এক্সাওয়া হয় স্থানীয় গাবগেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তাঁরা। জানা গিয়েছে মাসুদা বেগমের হাত ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। সঙ্গে শিশু সন্তানের দেহেও একাধিক আঘাত রয়েছে। গোটা ঘটনার জেরে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

You may also like