Home Bengal এবার টিকিট কাটুন নির্ঝঞ্ঝাটে, যুগান্তকারী পদক্ষেপ রেলের

এবার টিকিট কাটুন নির্ঝঞ্ঝাটে, যুগান্তকারী পদক্ষেপ রেলের

হাওড়া ডিভিশনে QR কোডে টিকিট কাটার ব্যবস্থা করল রেল।

by Pallabi Sanyal
15 views

মহানগর ডেস্ক : এই রোদ, এই বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনা সহ্য করেই লম্বা লাইনে দাঁড়িয়ে চলে প্রতীক্ষা। কখন আমি টিকিট টা হাতে পাবো? কখন যাত্রা শুরু করতে পারব? নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে হবে যে। এবার ট্রেনের টিকিট কাটা যাবে বিনা নির্ঝঞ্ঝাটেই। এক যুগান্তকারী পদক্ষেপ রেলের।

হাওড়া ডিভিশনে কিউআর কোডে টিকিট কাটার ব্যবস্থা করল রেল। QR কোড থাকলে মুহূর্তের মধ্যেই অনলাইনে টিকিট কেটে নেওয়া সম্ভব। একাধিক স্টেশনে স্মার্ট কার্ড রিচার্জ করে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। কিন্তু তাতেও অনেকে সমস্যায় পড়তেন। তাই এবার সহজেই মিলবে সমস্যার সমাধান। হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারগুলিতে কিউআর কোডের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। আর যাত্রীরাও টিকিট কাটছেন অনায়াসেই। প্রসঙ্গত, মেট্রোর ক্ষেত্রে স্মার্ট কার্ড, কিউআর কোড আগে থেকেই চালু রয়েছে। এবার হাওড়া ডিভিশনেও যাত্রীদের সুবিধার্থে একই ব্যবস্থা চালু করল রেল। ফলে থাকবে না খুচরোর সমস্যাও। অনেক সময় যাত্রীদের খুচরো নিয়ে সমস্যায় পড়তে হয়। এবার সেই সমস্যা থেকেও মলবে মুক্তি।

রেল সূত্রে জানা যাচ্ছে, কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটাটা বেশি নিরাপদজনক। একদিকে যেমন এতে যাত্রীদের সময় বাঁচবে তেমন, হয়রানি কম হবে। হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীবকুমার বলেন, ‘এই নতুন কিউআর কোড স্ক্যানিং পেমেন্ট সিস্টেম হাওড়া ডিভিশনে ব্যাপক সাড়া ফেলেছে। এটি শুধুমাত্র টিকিট কাটার প্রক্রিয়াকে সহজ করবে তা নয় বরং সামগ্রিক যাত্রীদের উপকার হবে। যাত্রীরা এখন স্মার্টফোন ব্যবহার করেন। তাঁরা ইউপিআই ব্যবহার করে সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved