Home Bengal মঙ্গলবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস! রাতের ট্রেনেই কিষাণগঞ্জ

মঙ্গলবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস! রাতের ট্রেনেই কিষাণগঞ্জ

by Mahanagar Desk
36 views

মহানগর ডেস্কঃ আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন দুপুর দেড়টা নাগাদ রাজ্যে ফিরবেন তিনি। আর তারপরেই রাতের দার্জিলিং মেল ধরে কিষানগঞ্জ স্টেশনের দিকে রওনা হবেন  । এমনটাই জানানো হয়েছে রাজভবন সূত্রে ৷ যাত্রাপথ অনূকুল থাকলে পরশু অর্থাৎ বুধবার সকালেই কিষানগঞ্জ পৌছে যাবেন সি ভি আনন্দ বোস। তারপর বিহারের কিষাণগঞ্জ স্টেশনে নেমে সড়কপথ ধরেই চোপড়ার ঘটনাস্থলে পৌঁছবেন রাজ্যপাল, তারপর গোটা দিন সেখানেই থাকার কথা তাঁর, এমনই খবর সূত্রের।

আগামিকাল মঙ্গলবার রাত ১০টা ০৫ মিনিটের দার্জিলিং মেল ধরে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে বিহারের কিষাণগঞ্জ যাবেন তিনি। এর আগে চোপড়া যাওয়ার আর্জি জানিয়ে রাজভবনে পৌছায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেই মর্মে ডেপুটেশন জমা দেওয়া হয় । সেই আর্জিতে সাড়া দিয়েছিলেন রাজ্যপাল চি ভি আনন্দ বোস। এবার সেই মোতাবেক কিষাণগঞ্জ যাওয়ার প্রস্তুতি নিলেন তিনি। কিষাণগঞ্জ থেকে সরাসরি সড়ক পথে চোপড়া যেতে সময় ব্যয় হতে পারে দেড় ঘণ্টা। তাই দার্জিলিং মেলে করে কিষাণগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের।

চোপড়ায় শিশুমৃত্যুর ঘটনাকে হাতিয়ার করে চাপ সৃষ্টি করছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সন্দেসখালি গেলে কেন চোপড়ায় যাবেন না সেই প্রশ্নই তোলা হচ্ছিল  বার বার। উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে শিশু মৃত্যু ঘটনায় ওই চার শিশুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল। এর পাশাপাশি ওই চার পরিবারকে আর্থিক সাহায্য করবে বলেও ঘোষণা করেছে তৃণমূল।আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার অভিযোগ তুলেছে বিএসএফের উপর।

You may also like