Home Bengal বক্তব্যে সিএএ না থাকলেও সুকান্ত-শুভন্দুর সঙ্গে বৈঠক মোদীর!

বক্তব্যে সিএএ না থাকলেও সুকান্ত-শুভন্দুর সঙ্গে বৈঠক মোদীর!

সিএএ নিয়ে ভরা সভায় কেন কিছু বললেন না মোদী?

by Pallabi Sanyal
15 views

মহানগর ডেস্ক : রাজ্যে যখন সিএএ নিয়ে জোর তরজা শুরু হয়েছে, সেই সময় প্রধানমন্ত্রী তার বঙ্গ সফরে সিএএ নিয়ে বিশেষ বার্তা দেবেন বলেই মনে করেছিলেন রাজনৈতিক মহলের একাংশ। তবে দ্বিতীয় দনর সফরেও কৃষ্ণনগর থেকে সিএএ নিয়ে বক্তব্য না রাখলেও এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছেসে খবরই উঠে আসছে সূত্র মারফৎ।

সিএএনিয়ে ভরা সভায় কেন কিছু বললেন না মোদী? এনিয়ে জানতে চাওয়া হলে জনসভা শেষে সাংবাদিকদে সুান্ত মজুমদার জানয়ে দেন,’সিএএ হয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলে দিয়েছেন। এখন শুধু নিয়ম আসার দেরি। একই কথা প্রধানমন্ত্রী মোদী কতবার রিপিট করবেন।’

প্রসঙ্গত , বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দু সহ ৬টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতেই আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। ২০১৯ সালে এই আইনটি সংসদের অনুমোদন পেয়েই তৈরি হয়েছিল। তবে এই আইনের নিয়ম তৈরি হয়নি এতদিনে। তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, সিএএ সংক্রান্ত নিয়ম তৈরি হয়ে গিয়েছে। এই আবহে লোকসভা ভোটের আগেই তা কার্যকর করা হবে বলে দাবি করা হয়েছে এএনআই-এর সাম্প্রতিক রিপোর্টে।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved