মহানগর ডেস্ক : গত ৫ জানুয়ারি, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের আক্রমণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল সিবিআই। বস্তুত, সন্দেশখালিতে ইডির উপ হামলার ঘটনায় এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতারি। ধৃতদের মধ্যে রয়েছেন শাহজাহান শেখ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াসুদ্দিন মোল্লা, যিনি সরবেড়িয়া-আগরহাটির গ্রাম পঞ্চায়েতের প্রধান। এ ছাড়া গ্রেফতার করা হয়েছে দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি নামে শাহজাহানের আরও দুই ঘনিষ্ঠকে।
সোমবার সকালেই সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরায় যান জিয়াউদ্দিন মোল্লা সহ ৩ জন। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশিতে যায় কিন্তু ইডির আধিকারিকদের উপরে হামলার অভিযোগ ওঠে শাহজাহান অনুগামীদদের বিরুদ্ধে। ওই দিনের ঘটনায় জিয়াউদ্দিন-সহ আরও কয়েক জন তৃণমূল নেতা সিবিআইয়ের সন্দেহের তালিকায় ছিলেন। সিবিআই সোমবার নোটিস দিয়ে জিয়াসুদ্দিন মোল্লা, দিদারবক্স এবং ফারুককে ডেকে পাঠায়।
সোমবার সিবিআইর কলকাতার দফতর নিজাম প্যালেসে এই তিনজনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে। জিয়াসুদ্দিনের আইনজীবী জানান, সন্ধ্যা ৬টায় তিনি সিবিআইয়ের কাছে খবর পান যে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে ধৃত শাহজাহান এখন সিবিআই হেফাজতে। সোমবারই রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের আগাম জামিনের শুনানি পিছিয়ে গিয়েছে কলকাতা হাই কোর্টে। রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার হওয়ার পর উঠে আসে শেখ শাহজাহানের নাম।