Home Bengal বিজেপিতে অর্জুনের কদর বেশি? নিরাপত্তার বহর কম প্রাক্তন বিচারপতির!

বিজেপিতে অর্জুনের কদর বেশি? নিরাপত্তার বহর কম প্রাক্তন বিচারপতির!

নিরাপত্তার দিক থেকে এগিয়ে রয়েছেন অর্জুন।

by Pallabi Sanyal
24 views

মহানগর ডেস্ক : তৃণমূলে টিকিট না পেয়ে ফের বিজেপিতে যোগদান করেই ব্যারাকপুরের প্রার্থীপদ পেয়েছেন অর্জুন সিং। তৃণমূলের পার্থ ভৌমিকের বিপরীতে জোর টক্করের প্রস্তুতি চলছে জোরকদমে। অন্যদিকে বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগদান করতেই মিলেছে তমলুকের টিকিট। যা নিয়ে কম বিতর্ক হয়নি রাজ্য রাজনীতিতে। কিন্তু নিরাপত্তার দিক থেকে এগিয়ে রয়েছেন অর্জুন। রাজনীতিতেও অভিজ্ঞ, নির্বাচনী লড়াই লড়াই পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। অন্যদিকে, রাজনীতিতে নবাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে অর্জুনকে কেন্দ্র জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিলেও প্রাক্তন বিচারপতি পাবেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। তবে, কি দলে অর্জুনের কদর বেশি? নিরাপত্তার ফারাক কেন?

তবে শুধু অর্জুন, অভিজিৎ নন, নিরাপত্তা বাড়ছে কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপির কার্যনিবাহী সদস্য তাপস দাসেরও। এদের সকলকে নিরাপত্তা প্রদান করবেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) জওয়ানরা।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অর্জুনকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁর জন্য ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তায় অনুমোদন প্রদান করা হয়েছিল। কিন্তু ২০২২ সালের মে’তে তৃণমূলে ফিরে গিয়েছিলেন অর্জুন। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে তাঁর ‘জেড’ ক্যাটেগরির সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে। যে সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন অর্জুন। এবার লোকসভা নির্বাচনের আগে অর্জুনের নিরাপত্তার বহর বাড়তে চলেছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved