মহানগর ডেস্ক : কেন্দ্রের আপত্তিতেই বন্ধ হয়েছিল রজ্যের বিশেষ ভাবে সক্ষমদের সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়ার পোর্টাল। আর এবার ঘটল উলোট পুরাণ। কেন্দ্র আপত্তি তুলে নেওয়ায় ফের চালু হল সেই পোর্টাল। বৃহস্পতিবার থেকে ফের বঙ্গে শুরু হয়েছে বিশেষ ভাবে সক্ষমদের সার্টিফিকেট দেওয়ার পোর্টাল। ফলে, একদিকে যেমন কমবে হয়রানি, অন্যদিকে আর কোনো সমস্যায় পড়তে হবে না রাজ্যবাসীকে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতেই পোর্টালটি নিয়ে আপত্তি প্রকাশ করে মোদী সরকার। রাজ্যের পোর্টাল থেকে আলাদাভাবে সার্টিফিকেট নামানো যাবে না বলে সাফ জানিয় দেয় দিল্লি। এমনকি, সেক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষমদের সার্টিফিকেটের জন্য কেন্দ্রের পোর্টালেই ভরসা করতে হতো মানুষকে। স্বাস্থ্যমন্ত্রকের আপত্তিতে সেই পোর্টাল বন্ধ করে দেয় রাজ্য। স্বাস্থ্য দফতরের দাবি, এর ফলে অনেকেই অসুবিধার মধ্যে পড়েন। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিজে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। রাজ্যের পোর্টালটি ফের চালু করার ব্যাপারে আবেদন জানানো হয়। শেষ পর্যন্ত মিলেছে অনুমতি।
উল্লেখ্য,বিশেষ ভাবে সক্ষমদের সার্টিফিকেট দেওয়ার পোর্টালটি মাস ছয়েক আগে চালু করে। আবেদন করে এই পোর্টল থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট ডাউনলোড করা যায়। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ছমাসে ওই পোর্টাল থেকে প্রায় ২৫ হাজার সার্টিফকেট ডাউনলোড করা হয়েছে।