HomeBengalপ্রতিশ্রুতি ভঙ্গ, লোনের নামে ভাওতাবাজি, গ্রেফতার স্বামী-স্ত্রী

প্রতিশ্রুতি ভঙ্গ, লোনের নামে ভাওতাবাজি, গ্রেফতার স্বামী-স্ত্রী

- Advertisement -

 মহানগর ডেস্ক:  এ কেমন কেলেঙ্কারি? এক মহিলা সবার লোন করিয়ে দেওয়ার কৌশলে, তাদের জমানো টাকা হাতিয়ে নিয়েছেন এমনই   অভিযোগ উঠেছে । এই ঘটনা জানাজানি হতেই, মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে কয়েক দিন আগে, পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ, ওই মহিলার স্বামীকেও গ্রেফতার করেছে । গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের দুজনকে বর্ধমান আদালতে তোলা হয়।

অভিযুক্ত মহিলার নাম শুকতারা বিবি, স্বামী হানিফ সেখ। দুজনই মেমারি শহরের সুলতানপুরের বাসিন্দা। মেমারি সুলতানপুরের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘শুকতারা বিবি বেশ কয়েকজন মহিলাকে ভুল বুঝিয়েছেন, তারপর তাদের নাম ও নথি ব্যবহার করেন। এরপর বিভিন্ন বেসরকারী লোন প্রদানকারী সংস্থার কাছ থেকে প্রায় এক কোটি টাকারও বেশি লোন নেন। কিছু অংশ প্রকৃত গ্রাহকদের দেওয়া হলেও বাকি অর্থ সে নিজেই আত্মসাৎ করেছে।  যারা টাকা দিয়েছিলেন, প্রথম কয়েক মাস কিস্তির টাকা তাঁদের দেওয়া হলেও, কিছু দিন পর থেকে হঠাৎ কিস্তির টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। লোন প্রদানকারী সংস্থার যখন কিস্তি পরিশোধ ঠিক সময়ে হচ্ছিলনা, তখন ওই সংস্থা গুলি গ্রাহকদের ঋণ পরিশোধ করার জন্য চাপ দিচ্ছিল। তখনই মহিলার জালিয়াতি কারবার সামনে আসে।তারপর পুরো বিষয়টি জানাজানি হয়ে যায়।

যখন স্থানীয়রা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই, প্রতারিত মহিলারা শুকতারা বিবির বাড়িতে গিয়ে চড়াও হন, তার বাড়িতে বিক্ষোভ দেখাযে থাকেন। কিন্তু শুকতারা বিবি এবং স্বামী শেখ হানিফের এর সাথে তাঁরা যোগাযোগ করতে পারেননি। তারপরই যারা যারা প্রতারিত হয়েছেন, তাঁরা মেমারি থানায় বিষয়টি জানিয়ে, লিখিত অভিযোগ দায়ের করেন। তারপর তদন্তের পর দোষী সাব্যস্ত হন ওই মহিলা, তারপর ওই অভিযুক্ত মহিলাকে ও তার স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

Most Popular