HomeBengalসোমবার ফের জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর, তার আগে ছাড়তে হবে অনশন!

সোমবার ফের জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর, তার আগে ছাড়তে হবে অনশন!

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: আরজি কর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের সাথে রাজ্য সরকারের জট যেন কাটছেই না। শুক্রবার পুণরায় অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাতেই যথেষ্ট বেগ পেতে হল সরকারকে। অনশনের কথা ঘোষনার কিছু মুহূর্তের মধ্যেই শনিবার ধর্মতলার অনশনমঞ্চে পৌঁছে যান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। সেখানে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলনকারী চিকিৎসকদের ফোনালাপ করান তিনি। সূত্রের খবর, ফোনে ডাক্তারদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে, সোমবার বিকেল 5 টায় নবান্নে বৈঠকের আহ্বানও জানানো হয় চিকিৎসকদের। 

জুনিয়র চিকিৎসকদের সাথে ফের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী !

মুখ্য সচিব মনোজ পন্থের করা ফোন কলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আলোচনার ইচ্ছে প্রকাশ করেন অনশনকারী চিকিৎসকরা। যদিও অনশন তুলে নিয়ে আলোচনায় বসাবার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়ও জুনিয়ার চিকিৎসকদের সবকটি দাবি মেনে নিয়ে হাসপাতাল গুলিতে নির্বাচনের আশ্বাসও দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে। তবে আন্দোলনকারী ডাক্তারদের কাছে 3 থেকে 4 মাস সময় চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে পুনরায় আরও একবার মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসার আর্জি জানালে চিকিৎসকদের সোমবার বিকেল 5 টায় নবান্নে হাজির হতে বলেন তৃণমূল্ সুপ্রিমো। কিন্তু সেক্ষেত্রে 10 জনের বেশি প্রতিনিধি যেন বৈঠকে না যান এদিন সে কথাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। 

প্রসঙ্গত, শনিবার বৈঠকের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের অনশন তুলে নিতে বারংবার অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডাক্তারদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই হাসপাতালের উন্নয়নে 113 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানবিকতার পক্ষে, সুবিচারের আশায় অপেক্ষা করছেন তিনিও। তবে হাসপাতালে ভর্তি রোগীদের পরিষেবা দিনের পর দিন ব্যাহত হলে তাদের যাওয়ার কোনও জায়গা নেই। কাজেই আরজি কর মামলা আদালতে বিচারাধীন। সঠিক বিচার পাওয়া যাবে খুব শীঘ্রই। জুনিয়র ডাক্তাররা যেন অনশন তুলে নিয়ে যত দ্রুত সম্ভব কাজে যোগ দেয়। 

আরও পড়ুন: রিল বানাতে গিয়ে প্রাণ হারাল যুবক, ভিডিও দেখলে আঁতকে উঠবেন

Most Popular