Home Bengal শ্বশুরবাড়ির এলাকায় বদলির সুযোগ বিবাহিত মহিলা সিভিকদের, আবেদন পৌছাল নবান্নে

শ্বশুরবাড়ির এলাকায় বদলির সুযোগ বিবাহিত মহিলা সিভিকদের, আবেদন পৌছাল নবান্নে

by Mahanagar Desk
37 views

মহানগর ডেস্কঃ এবারের রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি নিয়ে বড়ো ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বোনাস ও এককালীন ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায় তাঁর মুখে। এর মধ্যেই সিভিক ভলেন্টিয়ারের স্বার্থে বড়ো ঘোষণা করল রাজ্য পুলিশ। বিবাহিত সিভিক ভলেন্টিয়ারদের নিজের শ্বশুরবাড়ির এলাকায় বদলির সুযোগ দিতে উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ। এতে চাকরি ও সাংসারিক দায়িত্ব দুটোই ভালো করে পালন করতে পারবেন মহিলা সিভিল ভলেন্টিয়াররা। এমনটা ভেবেই নেওয়া হচ্ছে এই নয়া  সিদ্ধন্ত। পুলিশ ডিরেক্টরেট সূত্রের খবর, প্রস্তাবটি এবার পৌছাবে নবান্নে ।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নারীদের সুবিদার্থে একগুচ্ছ নয়া পদক্ষেপ শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মহিলা সিভিক ভলান্টিয়ারদের বিয়ের পর শ্বশুরবাড়ির জেলায় বদলির বিষয়ে চিন্তাভাবনা রাজ্যের মহিলা চিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। রাজ্য বাজেটে সিভিকদের বেতন বৃদ্ধি সহ পুলিশের চাকরিতে কোটা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে রাজ্য পুলিশ মহিলা সিভিক ভলান্টিয়ারদের বদলির এই পরিকল্পনা নিয়েছে। রাজ্যে সিভিক ভলান্টিয়ারের মোট সংখ্যা ১ লক্ষ ৩০ হাজারের বেশি। তাঁদের মধ্যে ৪০ শতাংশের বেশি মহিলাই।

মহিলা সিভিকদের বদলির বিষয়টি নবান্ন থেকে সবুজ সংকেত পেলেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া। এতদিন পর্যন্ত মহিলা সিভিকদের বদলির কোনো নিয়ম ছিল না। সিভিক ভ্লেন্টিয়ার পদে কাজ পাওয়ার সময়ে একাধিক মহিলা অবিবাহিত ছিল, তবে পরে তাঁদের বিয়ে হয়ে যাওয়ায় বহু ক্ষেত্রেই ঘর সংসার সামলে চাকরি সামলানো কঠিন হয়ে যাচ্ছিল, তাদের কথা মাথায় রেখেই রাজ্য পুলিশের এই পদক্ষেপ। এখন নবান্ন আদেও এই পদক্ষেপের সড়িক হবেন কিনা সেটাই দেখার।
,

You may also like