মহানগর ডেস্ক: আজ বিশ্বকর্মা ঘুড়ি ওড়ানোর দিন। কিন্তু সকাল থেকেই বঙ্গের আকাশের মুখ ভার। যদিও অস্বস্তিকর গরম বজায় রয়েছে। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি। বৃষ্টি হলে ঘুড়ি ওড়ানোর মজাই মাটি হয়ে যাবে। বৃষ্টি হবে নাকি এই ভাবে আকাশ মুখ ভার করে থাকবে। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কলকাতা এবং শহরতলিতে আজ বজ্রপাত সহ বৃষ্টি হবে। পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিক। অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এখন টানা কিছুদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ গণেশ চতুর্থীর দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় আজ হালকা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের পাশাপাশি মঙ্গলবারেও সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও জেলাতেই এই দুদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবার নাগাদ জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া দফতরের।প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এবং গুজরাটে। ভারী বৃষ্টি হবে রাজস্থানেও। ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্রিশগড়, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, তেলেঙ্গানা, রাজস্থান, কোঙ্কন ও গোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট এই রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।