মহানগর ডেস্ক : মা সারদার পর দশভূজা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার মা দুর্গার সঙ্গ তুলনা করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়। বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্স মাঠে জেলার সৃষ্টিশ্রী মেলায় উপস্থিত হয়ে তিনি মন্তব্য করেন, ‘আমাদের রাজ্যের মাননীয়া মুখমন্ত্রী তিনি একজন মহিলা। তিনি মা দুর্গার মতো সমস্ত দিকেই সাফল্যের সঙ্গে কার্যক্রম করে আসছেন। আমি আপনাদের বলব রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনি মা দুর্গার মতো কাজ করতে পারেন তাহলে আপনারা কেন পারবেন না? একটা জ্বলন্ত উদাহরণ আছে আপনাদের কাছে। আমি অনুরোধ করবো উদাহরণকে সামনে রেখে আপনারা এগিয়ে চলুন।’
জেলা শাসকের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা। পূর্ব বর্ধমানের বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কটাক্ষের সুরে বলেন, ‘জেলাশাসক একজন প্রশাসনিক আধিকারিক। তাঁর নিরপেক্ষভাবে কথা বলা এবং কাজ করা উচিত। কিন্তু, তিনি যে মন্তব্য করলেন এরপর ওনার নিরপেক্ষতা নিয়ে বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তুলছি।’গেরুয়া শিবির জেলা শাসকের বদলির দাবিতে সোচ্চার হয়েছে।
প্রসঙ্গত,শুক্রবার বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্স মাঠে জেলার সৃষ্টিশ্রী মেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়। এছাড়াও ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের বিভিন্ন নেতা এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। সেখানে স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেন জেলা শাসক।