মহানগর ডেস্ক: আকাশে জমছে মেঘ। ফলে পৃথিবীতে তাপমাত্রা প্রবেশ করার পর তা আর বেরোতে পারছে না। এর জেরেই তৈরি হচ্ছে একটা ভ্যাপসা গরম। সন্ধ্যার পর থেকেই গুমোট হচ্ছে পরিস্থিতি। হিমালয়ের পাদদেশ বরাবর সক্রিয় মৌসুমী রেখা,বিরাজমান। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ৪ সেপ্টেম্বর নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভবনা রয়েছে। অত্যাধিক তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি অনেকটাই বাড়তে পারে। ২ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। উপকূল ও ওড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকেই স্বস্তির বৃষ্টি শুরু হতে চলেছে বাংলায়। রবিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। আজ উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং ক্যালিংপং এ বজ্রপাতসহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকে জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি।