Home Bengal ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, জেলায় জেলায় সতর্কতা জারি 

ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, জেলায় জেলায় সতর্কতা জারি 

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে মৌসম ভবনের তরফ থেকে।মঙ্গলবার বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও গত সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছিল ভারী বৃষ্টি। একধাক্কায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ।

এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই জানা গিয়েছে।এই ঘূর্ণাবর্তটিও ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তরপ্রদেশের দিকে যেতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এদিকে এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে আগামিকাল থেকেই।১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

You may also like