Home Bengal মন্ত্রী-বিধায়কদের ভাতা বেড়েছে, আবার আন্দোলনে সংগ্রামী যৌথমঞ্চ

মন্ত্রী-বিধায়কদের ভাতা বেড়েছে, আবার আন্দোলনে সংগ্রামী যৌথমঞ্চ

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: বিধায়কদের পাশাপাশি মন্ত্রীদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর জানাজানি হতেই আসরে নামলো সংগ্রামী যৌথ মঞ্চ। নতুন করে ডিএ আন্দোলনে সামিল হওয়ার ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। তাদের দাবি, খয়রাতির রাজনীতির জন্যই কোপ পড়ছে ডিএতে। শহিদ মিনারে ২২৫ দিন ধরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। অথচ তাতে রাজ্য সরকারের পক্ষ থেকে কনক সদুত্তর মেলেনি। এবার রাজভবন চলো অভিযান এবং কর্মবিরতির উদ্যোগ নিতে প্রস্তুত সংগ্রামী যৌথ মঞ্চ।

সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, “এই রাজ্যে সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, শিক্ষিত ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার বিন্দুমাত্র মানসিকতা এ রাজ্য সরকারের নেই। শুধু তাই নয়, এ সরকার মানুষের আইন স্বীকৃত অধিকারকেও দিতে নারাজ।” সংগ্রামী যৌথমঞ্চ আগামী আগামী ১০ সেপ্টেম্বর ‘থানায় চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। ১৮ সেপ্টেম্বর প্রতিটি বিডিও অফিসে কর্মসূচি এবং ২৪ সেপ্টেম্বর ‘রাজভবন চলো’ কর্মসূচি রয়েছে। তারপর ১০ ও ১১ অক্টোবর দু’দিনের কর্মবিরতি পালন করবে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

আরও পড়ুন:মোদী সরকারের পাশে দাঁড়ালেন মনমোহন! তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রীর

কলকাতার শহিদ মিনারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন প্রায় এক বছর ধরে চলছে। তাতে কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। ২০০৯ থেকে এখনও অবধি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই অনুসারে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু কোথায় কি! এদিকে মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়ল, অথচ মহার্ঘভাতা দিচ্ছে না রাজ্য।

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এখন থেকে মন্ত্রী, বিধায়কদের বেতন মাসে ৪০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ মন্ত্রী, বিধায়কদের বেতন দিতে প্রতি মাসে সরকারকে অতিরিক্ত ১১ কোটি ৭ লক্ষ ৬০ হাজার টাকা খরচ করতে হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকে ক্ষোভে ফেটে পড়েন সংগ্রামী যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved