Home Bengal জড়ানো হাতের লেখায় প্রেসক্রিপশনের দিন শেষ, এইভাবে চিকিৎসকরা দেবেন প্রেসক্রিপশন 

জড়ানো হাতের লেখায় প্রেসক্রিপশনের দিন শেষ, এইভাবে চিকিৎসকরা দেবেন প্রেসক্রিপশন 

by Mahanagar Desk
5 views

মহানগর ডেস্ক: হাসপাতালের রোগীদের সুবিধার কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ। এখন থেকে হাতে লেখা নয়, এবার রোগীরা প্রেসক্রিপশন পাবেন টাইপ করা।এই পরিষেবা শুরু হবে আগামী সপ্তাহ থেকেই।

চিকিৎসকরা বছরের পর বছর ধরে হাতেই লেখেন প্রেসক্রিপশন। এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হল ওষুধের নাম পড়া। ওষুধ বিক্রেতারা সহজেই তা পড়তে পারলেও আমজনতার পক্ষে তা অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভব। ফলে সমস্যায় পড়তে হয়। সেই কারণেই এবার টাইপ করা প্রেসক্রিপশন দেওয়ার সিদ্ধান্ত নিল বালুরঘাট সদর হাসপাতাল।

সূত্রের খবরে জানা গি য়েছে,বহির্বিভাগে ও সাধারণ মেডিসিন বিভাগে চিকিৎসকদের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে একজন হাসপাতাল কর্মী থাকবেন।চিকিৎসকের নির্দেশ মতো তিনিই ওষুধের নাম টাইপ করবেন।রোগীদের দেওয়া হবে টাইপ করা প্রেসক্রিপশন।যাতে রোগীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। বালুরঘাট হাসপাতাল সুপার এ বিষয়ে কৃষেন্দুবিকাশ বাগ জানান, “চিকিৎসদের হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে রোগীরা অধিকাংশ ক্ষেত্রে সমস্যায় পড়েন। কারণ, সব ওষুধ হাসপাতালে পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় না সেগুলো বাইরে থেকে কিনতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। সেই কারণেই আমরা নয়া ব্যবস্থা চালু করছি। আপাতত মানসিক-সহ কম রোগী থাকা বিভাগে এটি চালু হবে। এর প্রশিক্ষণ শুরু হয়েছে।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved