মহানগর ডেস্ক: উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনাগাছে বিএসএফ-এর এলাকায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু, তৃণমূলের অভিযোগ, বিএসএফ-এর গাফিলতিতেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ৪ শিশুর মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতি এখন উত্তাল। এই ঘটনার প্রতিবাদে চোপড়া সহ রাজ্য জুড়ে মঙ্গলবার আন্দোলনে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল।
মঙ্গলবারই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চায় তৃণমূল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজপালের কাছে চোপড়ায় যাওয়ার আবেদন জানাবেন তৃণমূলের প্রতিনিধিরা। রাজ্যের শাসকদলের প্রশ্ন, অশান্তির অভিযোগে রাজ্যপাল যদি সন্দেশখালি যেতে পারেন, তা হলে বিএসএফের গাফিলতিতে ৪টি শিশুর মৃত্যুর ঘটনায় কেন চোপড়া পরিদর্শনে যাবেন না রাজ্যপাল? এদিকে রাজভবন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দেওয়া হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে চোপড়ার ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে যাবেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, ব্রাত্য বসু, শশী পাঁজা, বিরবাহা হাসদা, গৌতম দেব, দোলা সেন, প্রতিমা মণ্ডল, জগদীশচন্দ্র বাসুনিয়া এবং কুণাল ঘোষ।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় একটি নর্দমা কাটছিল বিএসএফ। সোমবার ওই জায়গায় খেলা করছিল শিশুরা। আচমকাই ওই জায়গায় ধস নেমে দুর্ঘটনা ঘটে। মাটির নীচে চাপা পড়ে ৪টি শিশু। বিএসএফ জওয়ানেরা তাঁদের উদ্ধার করে চোপড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শেষরক্ষা হয়নি। সেখানেই চার শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে বিএসএফের গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে নেমে পড়েছে তৃণমূল। রাজ্যপালের কাছে বৃহস্পতিবার বিএসএফের বিরুদ্ধে নালিশ জানাবে তৃণমূল। তাঁকে চোপড়া যেতেও আবেদন জানাবে তৃণমূল। মঙ্গলবার চোপড়াতে অবস্থান বিক্ষোভের কর্মসূচি করছে তৃণমূল। এদিকে সোমবারই এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা বলেছিলেন, ‘‘বিএসএফের লোকেরা দেখতে পেলেন না, চারটে বাচ্চা খেলতে খেলতে পড়ে গেল!’’