Home Bengal তাপস রায়ের শূন্য স্থানে দেবাশিস কুমার!

তাপস রায়ের শূন্য স্থানে দেবাশিস কুমার!

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাপসের ফাঁকা পদে বসান দেবাশিসকে।

by Pallabi Sanyal
50 views

মহানগর ডেস্ক : তাপস রায় তৃণমূল ত্যাগ করতেই বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ডেপুটি চিফ হুইপের যে পদটি খালি পড়েছিল, এবার সেই শূন্য পদে আসীন হলেন বিধায়ক দেবাশিস কুমার। পরিষদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাপসের ফাঁকা পদে বসান দেবাশিসকে। দলীয় সূত্রে খবর,বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দেবাশিস কুমারের নাম পাঠানো হয়েছে।

নতুন পদ পেয়ে কার্যত দায়ত্ব অনেকটাই বেড়ে গেল রাসবিহারীর বিধায়কের।দেবাশিস কুমার জানান, ‘মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বস্ততার সঙ্গে এই দায়িত্ব পালন করব।”সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধনে যাওয়ার আগে নবান্ন থেকে বিধায়ককে ফোন করে এ খবর জানান মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী যখন একডালিয়ায় যান সেই সময় তাঁকে প্রণাম করে আর্শীবাদ চান দেবাশিস কুমার।

এদিকে,দেবাশিসকে সহকর্মী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষও। তিনি শুভেচ্ছা জানান দেবাশিসকে। বিধায়ক ছাড়াও মেয়র পারিষদ পদেও রয়েছেন তিনি। এছাড়া কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তিনি। সেখানেও দায়িত্বে সঙ্গে সমস্ত কাজ সামলান তিনি। এবার তাঁকে দেওয়া হল নতুন দায়িত্ব।

You may also like