Home Bengal মানহানির মামলা! বিজেপি নেতার হুঁশিয়ারিকে স্বাগত জানালেন মন্ত্রী

মানহানির মামলা! বিজেপি নেতার হুঁশিয়ারিকে স্বাগত জানালেন মন্ত্রী

জিতেন্দ্র তিওয়ারি আগামী ৭ দিনের মধ্যে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

by Pallabi Sanyal
18 views

মহানগর ডেস্ক : কলকাতায় এনআইএ কর্তার বাড়িতে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির যাওয়া সহ সাদা খামের লেনদেন নিয়ে হৈ চৈ রাজনৈতিক মহলে। রবিবার তৃণমূলের সাংবাদিক বৈঠকের পর এবার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন জিতেন্দ্র। পাল্টা সেই হুঁশিয়ারিকে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

জিতেন্দ্র তিওয়ারি আগামী ৭ দিনের মধ্যে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা শশী পাঁজা বলেন,’জিতেন্দ্র তিওয়ারি সাত দিন পরে মানহানির মামলা করার কথা কেন বলছেন? যদি তাঁর সাহস থাকে তবে তিনি অবিলম্বে মামলা করুন।’তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে নির্বাচনে ভোটের লড়াই হওয়া উচিত, কিন্তু বাংলাকে ক্রমাগত অপমান করছে বিজেপি। বিরোধীদের সবাইকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে এবং নিজেকে সাধু বলে দাবি করছে।’ সুর চড়িয়ে রাজ্যের মন্ত্রী কটাক্ষের সুরে বলেন,’সিবিআই, ইডি এবং আয়কর দফতর প্রতিদিন সারাদেশে বিজেপি নেতাদের ছাড়া বিরোধী শাসিত রাজ্যগুলিতে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতার করা হয়েছে দুই বিরোধী দলের মুখ্যমন্ত্রীকে। স্বাধীনতার পর প্রথমবার আমরা দেখলাম নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল। বিরোধী নেতাদের মানহানি করে গ্রেফতার করা বিজেপির ষড়যন্ত্র।’

উল্লেখ্য, রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতার পর্দা ফাঁস করেন কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য।একটি রেজিস্ট্রার সামনে রেখে সেখানে লেখা ঠিকানা পড়ে শোনান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই ঠিকানা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মেয়ের বাড়ির ঠিকানা বলেও দাবি করেন কুণাল। যদিও কুণালের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved