HomeBengal"অবিলম্বে দেবকে হেফাজতে নিক ইডি" শুভেন্দুর দাবি ঘিরে উত্তাল রাজনৈতিক মহল

“অবিলম্বে দেবকে হেফাজতে নিক ইডি” শুভেন্দুর দাবি ঘিরে উত্তাল রাজনৈতিক মহল

- Advertisement -

মহানগর ডেস্কঃ  আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে অভিনেতা- সাংসদ দেবকে আর্থিক তছরুপ মামলায় সমন পাঠিয়েছে  ইডি। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন তাঁর প্রতিক্রিয়া।  এদিন সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেছেন, ‘কেন দেরি করছে? দেবকে অবিলম্বে হেফাজতে নেওয়া হোক।’  দেবকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার   মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

রাজনীতিতেই থাকছেন দেবের এই ঘোষণার কিছু দিনেই গরু পাচার মামলায় ফের দেবকে তলব করা হয়েছে। যদিও এটা প্রথম নয়,  আগেও এই সংক্রান্ত মামলাতে দেবকে তলব করা হয়েছে। হাজিরাও দিয়েছিলেন অভিনেতা। বলেছিলেন যতবার ডাকবে ততবারই যাবেন। সেই ঘটনার পরেই ফের তৃণমূল সাংসদকে তলব প্রসঙ্গে শুভেন্দু বলেছেন,  “উনি তো টাকা নিয়েছেন এনামুলের কাছ থেকে। ওনার অ্যাকাউন্টে এনামুলের গরু পাচারের পাঁচ কোটি টাকা ঢুকেছে। এবং সেই টাকায় সিনেমা করেছেন এটা প্রমাণিত। এমনি এমনি তো আর তলব করা হয়নি। ডাল মে কুছ কালা হ্যায় বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পেয়েছেন উনি।” সত্যিই কি দেব টাকা নিয়েছেন শুভেন্দুর দাবি ঘিরে জোর চাঞ্চল্য শুরু হয়েছে। দেবকে ঘিরে যে নতুন করে যে জল্পনা শুরু হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

 উল্লেখ্য, কয়েকদিন আগেই দেব ঘোষণা করেছিলেন যে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। এমনকি লোকসভা থেকে ছবি পোস্ট করে জানিয়েও দিয়েছিলেন। কিন্তু তারপর মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জট কাটে। দেব জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য   তিনি রাজনীতিতে থেকে গিয়েছেন। মমতা অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই আরামবাগের সভাতে  মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন দেব। সেখান থেকেই অভিনেতা সাংসদ বলেছিলেন, “আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদি-র হাত ধরে। আমার দেখা সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঘাটাল মানুষ এর জন্য ফিরে এলাম।’’ তবে যাই হোক আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিনে দেব হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার পালা।

Most Popular