Home Bengal প্রায় ৭ কোটি ব্যয়ে ঘেরা হবে ধাপার জমি! তৎপর পুরসভা

প্রায় ৭ কোটি ব্যয়ে ঘেরা হবে ধাপার জমি! তৎপর পুরসভা

ধাপার মাঠে বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য কাজ শুরু করল পুরসভা।

by Pallabi Sanyal
19 views

মহানগর ডেস্ক : চাপের মুখে বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরিতে তৎপরতা পুরসভার! ইতিমধ্যেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন ২০১৬ লঙ্ঘন করার কারণে জাতীয় পরিবেশ আদালতের রোষের মুখে পড়েছে কলকাতা পুরসভা। দিতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। এবার ধাপার মাঠে বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির জন্য কাজ শুরু করল পুরসভা। ধাপার মাঠ ঘেরা হবে পাঁচিল দিয়ে। যার জন্য খরচ বাবদ ধার্য করা হয়েছে ৬.৭৫ কোটি টাকা। জমি ঘেরাওয়ের পর শুরু হবে মূল পর্বের কাজ।

পুরসভা সূত্রে খবর, ধাপায় মোট ৭৩ হেক্টর জমি পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হবে। সেই মর্মে পুরসভায় প্রস্তাব গ্রহণ হয়েছে। চলতি মাসের শুরুতেই এই প্রস্তাব গ্রহণ হয়েছে। এই জমি ঘেরার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে একটি বেসরকারি সংস্থাকে। ইতিমধ্যেই সংস্থাকে বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য়,ধাপায় বর্জ্য জমে জমে উচ্চতা হয়েছে পাহাড় সমান। তারওপর প্রতিদিনই সেখানে জমছে হাজার হাজার মেট্রিক টন বর্জ্য। আধিকারিকদের একাংশের বক্তব্য, আগে শুধু কলকাতা পুর একলাকার বর্জ্য ধাপায় আসত। তবে এখন কলকাতা তো বটেই কলকাতা পুর সংলগ্ন অন্যান্য পুরসভার বর্জ্যও ধাপায় ফেলা হচ্ছে। যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আধিকারিকরা। এভাবে বর্জ্যের স্তূপ বাড়তে থাকলে বাড়বে সমস্যা। অন্যদিকে, ধাপার বর্জ্যকে কাজে লাগিয়েই বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা পুরসভার দীর্ঘদিনের।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved