মহানগর ডেস্ক : দেশজুড়ে সিএএ লাগু হতেই বিরোধীতা শুরু রাজ্যের শাসকদেলর। তাদের দাবি, এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। রাজনীতির স্বার্থে এই আইন লাগু হয়েছে। আর পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিসন্ধি ফাঁস করে দিলেন দিলীপ ঘোষ।
দিলীপের সাফ কথা, ”সিএএ-র বিরোধিতা করে হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের ভোটে জেতার মতলবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ-র ঙ্গে যে মুসলিমদের কোনও সম্পর্ক নেই সেটা তারা বুঝতে পেরেছেন।মুখ্যমন্ত্রীর ফাঁকা আওয়াজ আমরা অনেক শুনেছি। কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা করেছে তাতে কেউ বঞ্চিত হবেন না। যাদের কাছে নথি রয়েছে তারা অনলাইনে আপলোড করলেই নাগরিকত্বের কার্ড পেয়ে যাবেন।এই আইনে শুধুমাত্র উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন। এখনও বলে চলেছেন। এর জবাব মানুষের কাছে ওনাকে দিতে হবে। ওর পাতা ফাঁদে কেউ পা দেবে না।”
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গোটা দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন।এই খবর প্রকাশ্যে আসতেই সেদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। তোপ দাগেন বিজেপিকে।