Home Bengal উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাহত পঠন-পাঠন, জারি অচলাবস্থা

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাহত পঠন-পাঠন, জারি অচলাবস্থা

অস্থায়ী শিক্ষক, কর্মীদের বেতন বৃদ্ধির দাবি রয়েছে আন্দোলনকারীদের।

by Pallabi Sanyal
43 views

মহানগর ডেস্ক : জারি অচলাবস্থা। পঠন-পাঠন ব্যাহত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। মূলত, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার থেকে আন্দোলনকারীদের চাপের মুখে বন্ধ হয়ে যায় ওয়াচ এন্ড ওয়ার্ড বিভাগ। ফলে বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক কাজ বন্ধ থাকে। পাশাপাশি পড়ুয়াদের পড়াশোনাও ব্যাহত হয়। বন্ধ থাকে একাধিক বিভাগ। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার শিক্ষক, আধিকারিক, কর্মী এবং সংগঠনকে নিয়ে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনটাই খবর বিশ্বিদ্যালয় সূত্রে।

উপাচার্য সিএম রবীন্দ্রন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন রক্ষিতের অবিলম্বে ক্যাম্পাসে আসার দাবি জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। অন্যথায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে বলে দাবি তোলা হয়েছে।আন্দোলনকারীদের দাবি, ওই বিভাগ বন্ধ রাখা হলেও বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের তরফে তা চালু করার জন্য অনুরোধ করা হয়নি। যদিও এর পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেল পাঠিয়ে বিভিন্ন বিভাগ চালু করতে অনুরোধ করেন বলে জানা যায়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে যাচ্ছে দেখে বিকেলেই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও তাতে মেলেনি সুরাহা। এদিকে বৃহস্পতিবার ফের বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অস্থায়ী শিক্ষক, কর্মীদের বেতন বৃদ্ধির দাবি রয়েছে আন্দোলনকারীদের। গত ১৯ ফেব্রুয়ারি বলা হয়েছিল উপাচার্য পদক্ষেপ না করলে অস্থায়ী উপাচার্য এ বিষয়ে নির্দেশ দেবেন। কিন্তু, গত সোমবার সেই নির্দেশ কার্যকর করার কথা ছিল। তারপরেও সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। তা নিয়েই ক্ষোভ আন্দোলনকারীদের।

You may also like